The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪

পাবিপ্রবিতে ভর্তির ৩য় মেধা তালিকা প্রকাশিত

পাবিপ্রবি প্রতিনিধিঃ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথমবর্ষে ভর্তির তৃতীয় মেধাতালিকা ও দ্বিতীয় মাইগ্রেশনের তালিকা প্রকাশ করা হয়েছে।

রবিবার (২৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://www.pust.ac.bd/admission) মেধাতালিকা প্রকাশ করা হয়।

বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটি সূত্র হতে জানা যায়, ২০২১-২২ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় প্রাথমিক ভর্তি প্রক্রিয়ার তৃতীয় পর্যায় (তৃতীয় মেধাতালিকায় বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদের) ২৮ নভেম্বর দুপুর ১২টা থেকে ৩০ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে নির্ধারিত ওয়েবসাইট (http://gstadmission.ac.bd/) এর মাধ্যমে সম্পন্ন করতে হবে।

এরপর প্রত্যেক আবেদনকারী বিশ্ববিদ্যালয় প্রস্তুতকৃত মেধাক্রম ও প্রদত্ত বিভাগ অনুযায়ী ভর্তি সংশ্লিষ্ট কাগজপত্র ২৯/১১/২০২২ তারিখ হতে ০১/১২/২০২২ তারিখ সকাল ৯.০০ টা থেকে বিকেল ৪.০০ টার মধ্যে জমা দিতে হবে।অন্যথায় প্রাথমিক ভর্তি বাতিল হয়ে যাবে।

উল্লেখ্য পাবিপ্রবিতে মোট আসন সংখ্যা ৯২০টি। এর মধ্যে প্রথম ও দ্বিতীয় মেধাতালিকায় মোট ৫৫৩ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। সব অনুষদ মিলিয়ে ৩৬৭ টি ফাঁকা আসনের বিপরীতে শিক্ষার্থী ভর্তির সুযোগ রয়েছে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.