The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

পাবিপ্রবিতে বসন্ত বরণ ও পিঠা উৎসব

পাবিপ্রবি প্রতিনিধিঃ শীতের রুক্ষতা শেষে আগমন ঋতুরাজ বসন্তের। বসন্তকে বরণ করে নিতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ইতিহাস ও বাংলাদেশ স্টাডিজ বিভাগ এবং লোকপ্রশাসন বিভাগের উদ্যোগে আয়োজিত ‘বসন্ত বরণ ও পিঠা উৎসব-১৪২৯’ অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার পহেলা ফাল্গুন সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় স্বাধীনতা চত্বরে উদ্ভোদন করা হয় বসন্ত বরণ ও পিঠা উৎসবের। নানান রঙের শাড়ি-পাঞ্জাবি পরে শিক্ষক-শিক্ষার্থীরা ক্যাম্পাসে পা রাখতেই চারদিকে ছড়িয়েছে উৎসবের আমেজ।

পিঠার স্টল নিয়ে বসেছে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। সেখানে বাঙালি ঐতিহ্যের ভাপা, চিতই, পাটিসাপটা, নকশা, পাকন, ফুল,লাড্ডু,কেক, দুধপুলি ও চন্দ্রপুলিসহ হরের রকমের পিঠার পসরা সাজিয়ে বসেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এসময় বসন্তকে বরণ করে নিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন। উপ- উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান, সমাজবিজ্ঞান অনুষদের ডিন ড. মো. হাবিবউল্লাহ, প্রক্টর ড. মো কামাল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা,কর্মকতাসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

এরপর শিক্ষার্থীদের হরেক রকমের বানানো পিঠার স্টলগুলো পরিদর্শন করেন এবং তাদেরকে শুভেচ্ছা জানান উপস্থিত অতিথিবৃন্দ।

বসন্ত বরণ ও পিঠা উৎসব নিয়ে সমাজবিজ্ঞান অনুষদের ডিন ড. মো. হাবিবউল্লাহ বলেন, উৎসব মধ্যেই রয়েছে আনন্দ। প্রকৃতির রুক্ষতা কাটিয়ে বসন্তের আগমনের বার্তা ছড়িয়ে পড়ুক সকলের হৃদয়ে। এই কারনেই আমাদের আজকের এই আয়োজন। আর পিঠা আমাদের ঐতিহ্যের অংশ। আমাদের শিক্ষার্থীরা পিঠাগুলো সম্পর্কে জানতে পারবে তাই বসন্ত বরণ ও পিঠা উৎসব একসাথে আয়োজন করেছি।

You might also like
Leave A Reply

Your email address will not be published.