পাঠ্যবইয়ের ভুল সংশোধন ও জাড়িত দোষী ব্যক্তিদের খুঁজে বের করতে আলাদা সাত সদস্যবিশিষ্ট ২টি কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুই কমিটি সংক্রান্ত এই অফিস আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
একটি কারিকুলাম বিশেষজ্ঞ কমিটি ও অন্যটি তদন্ত কমিটি। বিশেষজ্ঞ কমিটির মেয়াদ ৩০ দিন ও তদন্ত কমিটির ২১ দিনের। এ সময়ের মধ্যে তাদের তদন্তকাজ শেষ করে শিক্ষা মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বিশেষজ্ঞ কমিটির বিষয়ে অফিস আদেশে বলা হয়েছে, ২০২৩ শিক্ষাবর্ষের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির প্রণীত পাঠ্যপুস্তকের অসঙ্গতি/ভুল চিহ্নিতপূর্বক তা সংশোধনে প্রয়োজনীয় সুপারিশ প্রদানের লক্ষে সাত সদস্যের বিশেষজ্ঞ কমিটি আগামী একমাসের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দেবে।