রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘পরিচ্ছন্ন ক্যাম্পাস, সুস্থ-সুন্দর জীবন’ প্রতিপাদ্যে পরিচ্ছন্ন ক্যাম্পাস কর্মসূচি শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল ১০টায় রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনে এই কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালায়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান উল ইসলাম ও অধ্যাপক মো. হুমায়ুন কবীর ।
উদ্বোধনী পর্বে উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিস্কার পরিচ্ছন্ন রাখতে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলেরই সহযোগিতা দরকার। এখন থেকে ক্যাম্পাসের যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলতে হবে। সুন্দর পরিচ্ছন্ন ক্যাম্পাস শিক্ষার্থীদের মন উৎফুল্ল রাখবে। আমাদের সকলকে প্রতিদিন ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে হবে কারণ এই ক্যম্পাস আমাদের। ক্যম্পাস পরিষ্কার থাকলে আমাদেরই ভালো লাগবে।
কর্মসূচিতে উপ-উপাচার্য এম হুমায়ুন কবীর বলেন, ক্যম্পাসের পরিস্কার-পরিচ্ছন্নতা বিষয় সচেতনতা বাড়ানো জন্য আমাদের আজকের এই কর্মসূচী। সারা বছর ধরে ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে এমন কর্মসূচী অব্যাহত থাকবে। ক্যাম্পাস পরিষ্কার রাখতে সবাই সবার জায়গা থেকে অংশগ্রহণে আহ্বান জানাই।
কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক আসাবুল হক, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক মুসতাক আহমেদ উপস্থিত ছিলেন।
এ ছাড়া এই কর্মসূচিতে বিভিন্ন অনুষদের অধিকর্তা, ইনস্টিটিউট পরিচালক, হল প্রাধ্যক্ষ, বিভাগীয় সভাপতিসহ বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং কোয়ান্টাম ফাউন্ডেশন, রাজশাহী সেলের প্রায় ১০০ স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন।