পবিপ্রবি প্রতিনিধিঃ উন্নত চিকিৎসা সেবা প্রদানের লক্ষে রাহাত আনোয়ার হাসপাতালের সাথে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চুক্তি সম্পাদন। চুক্তিতে পবিপ্রবি’র শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারীদের সর্বোচ্চ ৩০ শতাংশ ছাড়ে চিকিৎসা সেবা দেওয়ার কথা অঙ্গীকার করেছে রাহাত আনোয়ার হাসপাতাল।
বুধবার (১৪ জুন) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স রুমে এই চুক্তি স্বাক্ষরীত হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (আ.দ.) অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু ও রাহাত আনোয়ার হাসপাতালের পক্ষে উক্ত হাসপাতালের এম.ডি শারমিন আনোয়ার।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত, কোষাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক আবুল বাশার খান সহ বিভিন্ন অনুষদের শিক্ষক।
এসময় বক্তারা চুক্তির প্রশংসা করেন ও রাহাত আনোয়ার হাসপাতালের সংশ্লিষ্টদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষের জন্য কাজ করার আহ্বান জানান।