The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ১২ই ডিসেম্বর, ২০২৪

পবিপ্রবি’তে বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণ শীর্ষক সেমিনার

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ কৃষি গবেষণা ইনিস্টিউট কতৃক উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণ শীর্ষক সেমিনার ও কৃষি যন্ত্রের প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে।

৯ ডিসেম্বর (সোমবার) পবিপ্রবির টিএসসির কনফারেন্স রুমে সকাল ১০ টা থেকে পবিপ্রবির কৃষি প্রকৌশল বিভাগ সার্বিক সহযোগীতায় ও ”কৃষি যন্ত্রপাতি ও লাগসই প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ফসল উৎপাদন ব্যবস্থাকে অধিকতর লাভজনক করা (এফএমডিপি) প্রকল্প” এর ফার্ম মেশিনারী এন্ড পোস্টহারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের অর্থায়নে এই সেমিনার ও  প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়।

অধ্যাপক ড. শেখ আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান, ট্রেজারার অধ্যাপক আব্দুল লতিফ, মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন এফএমপিই এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: নূরুল আমিন।

সেমিনারে বক্তব্যরা বারি উদ্ভাবিত বিভিন্ন কৃষি যন্ত্রপাতির পরিচয় ও ব্যবহার তুলে ধরেন। একই সাথে যন্ত্রপাতির প্রয়োজনীয়তাও আলোচনা করেন। সেমিনার শেষে প্রতিভা অন্বেষণ অনুষ্ঠানে বিজয়ী ছাত্রছাত্রীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন,” এমন আয়োজনের মধ্যে দিয়ে একজন মানুষ মেধা ও প্রজ্ঞার মাধ্যমে বাংলাদেশের মানুষের জন্য খাদ্য উৎপাদন করছে।কৃষি জমির পরিমাণ কমছে, জলবায়ু পরিবর্তনসহ নানা চ্যালেঞ্জ মুখোমুখি হয়েও এমন প্রতিভা অন্বেষণের মাধ্যমে নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবনে খাদ্যের নিরাপত্তা পাচ্ছে। “

You might also like
Leave A Reply

Your email address will not be published.