ঢাকা কলেজ প্রতিনিধিঃ অবশেষে শিক্ষার্থীদের তোপের মুখে ঢাকা কলেজ থেকে পদত্যাগ করেছেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ এবং উপাধ্যক্ষ এ টি এম মইনুল হোসেন।ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের কোনো রকম সহোযোগিতা না করা এবং শিক্ষার্থীদের উপর হামলা করার জন্য ছাত্রলীগেকে বিনামূল্যে খাওয়ানো,চিকিৎসা প্রদানসহ বেশ কিছু গুরুতর অভিযোগ উঠে ঢাকা কলেজের অধ্যক্ষের উপর।
যানা যায় সদ্য শেষ হওয়া ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা করা ছাত্রলীগ নেতাকর্মীদের জন্য বিভিন্ন হলের খাবার ফ্রি করে দেন।এছাড়া আহত ছাত্রলীগ নেতাকর্মীদের চিকিৎসার ব্যবস্থা করেন।নগদ অর্থও প্রদান করেন।নানা ভাবে ছাত্রদের বিপক্ষে ছাত্রলীগকে সাহায্য করে আন্দোলন দমন করার চেষ্টা করেন।
আন্দোলন শেষ হওয়ার পর সকল বিশ্ববিদ্যালয়,কলেজ যখন তাদের প্রশাসনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু করে তারই ধারাবাহিকতায় ঢাকা কলেজের অধ্যক্ষের এরুপ আচরন জানতে পেরে ক্ষোভে ফেটে পড়ে ঢাকা কলেজের সাধারন শিক্ষার্থীরা ।
গতকাল (১১ আগস্ট)শিক্ষার্থীরা অধ্যক্ষ ও উপাধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও অধ্যক্ষের রুম ঘেরাও করে অবস্থান করেন।এবং ২৪ ঘন্টার মধ্যে ঢাকা কলেজ থেকে অধ্যক্ষের পদত্যাগের দাবি জানান।গতকাল শিক্ষার্থীদের সুস্পষ্ট কিছু না বললেও জানান তিনি পদত্যাগ করবেন।আজ ১২ আগস্ট অধ্যক্ষের পদ থেকে প্রত্যাহার করে অন্যত্র পদায়নের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ এবং উপাধ্যক্ষ অধ্যাপক এ.টি.এম মইনুল হোসেন।