সাফায়েত মোরশেদ, চট্টগ্রামঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন এবং শিশু দিবস উপলক্ষে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গনে অসহায় পথশিশু, মাদ্রাসা ছাত্র এবং কলেজ ছাত্রদের নিয়ে এক বর্ণিল আয়োজনের মাধ্যমে দিনটি উদযাপন করলেন মহানগর যুব সংগঠক ইঞ্জিনিয়ার আবু মোহাম্মদ মহিউদ্দিন।
প্রথমে পবিত্র কোরআন থেকে সূরা পাঠ করে অনুষ্ঠানের সূচনা করা হয় এবং এরপর অসহায় পথ শিশুদের নিয়ে কেক কেটে অনুষ্ঠানের অনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন এই যুবনেতা।এছাড়াও এ সময় অনুষ্ঠানে উপস্থিত পথ শিশুদের মাঝে ফ্রিতে বস্ত্র বিতরণ করা হয় এবং মাদ্রাসার ছাত্রদের মাঝে কোরআন শরীফ উপহার দেওয়া হয় এবং যেসব কলেজছাত্র আর্থিকভাবে অসচ্ছল তাদের মাঝে ফ্রিতে বই বিতরণ করা হয়।
এই সময় ইঞ্জিনিয়ার মহিউদ্দিন বলেন,বঙ্গবন্ধু ধনী গরিবের মধ্যে কোন ভেদাভেদ করেননি। তিনি সবসময় ন্যায় এবং আদর্শের পথে অবিচল থেকে দেশের সমগ্র জনতাকে সাথে নিয়ে এই স্বাধীন বাংলাদেশ বিনির্মাণে কাজ করে গেছেন। তিনি তার ছোট বয়স থেকেই শিশুদের প্রতি অত্যন্ত স্নেহবান,দয়াবান এবং সহনশীল ছিলেন।তাই আজ বঙ্গবন্ধুর জন্মদিনে এবং শিশু দিবস উপলক্ষে এসব অসহায় শিশুদের মাঝে সামান্য আনন্দ ছড়িয়ে দিতে এবং তাদের মুখে হাসি ফোটাতে আমাদের এই ছোট উদ্যোগ।
এসময় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক ছাত্রনেতা নুরুল হক মনির, ইয়াসিন আরাফাত বাপ্পি,ইমন সরকার এবং চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্র সংসদের সাবেক ভি পি বেলাল হোসেন, বর্তমান ভিপি কাম্বার হোসেন রকি, জি এ স শাহাদাত হোসেন ওমর, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সভাপতি ইকরামুল কবির ইয়াম, সাধারণ সম্পাদক শওকত ওসমান সজীব , ছাত্রনেতা নুরুল ইসলাম রিমু সহ বায়েজীদ এবং খুলশী থানার যুবলীগ এবং ছাত্রলীগের নেতৃবৃন্দ।
সব শেষে দোয়া মাহফিল এবং মোনাজাতের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।