The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

নৌকার আদলে তৈরি মঞ্চ থেকে ৪৯টি প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রায় সাড়ে চার বছর পর শনিবার (২৫ ফেব্রুয়ারি) নিজের জন্মস্থান ও নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ার তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় বক্তব্য দেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতোমধ্যে সকল আয়োজন সম্পন্ন হয়েছে। অপেক্ষা প্রধানমন্ত্রীর আগমনের। প্রধানমন্ত্রীর এই জনসভা উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢেকে রাখা হয়েছে পুরো জেলা।

জনসভার মঞ্চকে দলের প্রতীক নৌকার আদলে তৈরি করা হয়েছে । ধারণা করা হচ্ছে জনসভায় প্রায় ২০ লাখ মানুষের সমাগম হবে ।

আজ দুপুর ১২টার দিকে জনসভার আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা রয়েছে। জনসভায় প্রধান অতিথির বক্তব্য শেষে বিভিন্ন দপ্তরের ৪২টি প্রকল্পের উদ্বোধন ও ৬টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।

এদিকে জনসভাকে ঘিরে কোটালীপাড়া উপজেলায় উৎসবের আমেজ বিরাজ করছে, সাজ সাজ রব উঠেছে চারিদিকে। ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে গেছে পুরো কোটালিপাড়া। প্রধানমন্ত্রীরক শুভেচ্ছা জানিয়ে রোডে রোডে তৈরি করা হয়েছে তোরণ।

You might also like
Leave A Reply

Your email address will not be published.