নোবিপ্রবি সংবাদদাতা: কোল্ড স্টোরেজে আলু রেখে সিন্ডিকেট করে মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং কোল্ড স্টোরেজে অভিযান চালিয়ে সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবিতে নোয়াখালীতে আলু সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থার নেওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ নভেম্বর) নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ভোক্তা অধিকার সংস্থা ‘কনশাস কনজ্যুমার্স সোসাইটি’ (সিসিএস) ও এর যুব শাখা ‘কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ’ (সিওয়াইবি) এর যৌথ উদ্যোগে এই মানববন্ধনে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(নোবিপ্রবি) সহ নোয়াখালীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
মানববন্ধন থেকে শিক্ষার্থীরা বলেন,কোল্ড স্টোরেজে আলু রেখে সিন্ডিকেট করে মূল্য বৃদ্ধি করা হচ্ছে।যার ফলে কৃষক ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছে।সিন্ডিকেটের কারণে ভোক্তাদের অতিরিক্ত দামে আলু কিনতে হচ্ছে।আলুসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের উর্ধ্বমুখী জনজীবনে ভোগান্তি বাড়াচ্ছে।সিন্ডিকেট করে ভোক্তাদের জিম্মি করে যারা আর্থিক লাভের ফায়দা হাসিলের চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে নিয়মিত বাজার মনিটরিং এবং অভিযান পরিচালনায় আমরা সরকারের বাণিজ্য মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানাই।
সিওয়াইবি নোবিপ্রবি সভাপতি মাহমুদুল হাসান আরিফের সঞ্চালনায় বক্তব্য দেন, নোয়াখালী সরকারি কলেজের সিওয়াইবির সদস্য মাজহারুল ইসলাম রাকিব, নোবিপ্রবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. মুহসিন, নোবিপ্রবি ডিবেটিং সোসাইটি ভিপি মো. ফাহাদ হোসেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সিওয়াইবি সদস্য হোসাইন আহমেদ প্রমুখ।
মানববন্ধন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. ইসমাঈলের কাছে আলু সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে স্মারকলিপি জমা দেয়।