The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

নোবিপ্রবি দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ করেছে

গুচ্ছভুক্ত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে লগইন করে মেধা তালিকা ও বরাদ্দকৃত বিষয় দেখতে পারবেন।

ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, দ্বিতীয় মেধাতালিকায় আগামীকাল শুক্রবার (১৮ নভেম্বর) ভর্তি কার্যক্রম শুরু হওয়ার কথা। ভর্তি চলবে আগামী মঙ্গলবার (২২ নভেম্বর) পর্যন্ত। এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রথম মেধাতালিকার ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে। ভর্তি শেষে বিশ্ববিদ্যালয়টিতে আসন ফাঁকা রয়েছে ৮৯৭টি।

জানা গেছে, ২০২১-২২ শিক্ষাবর্ষে নোবিপ্রবিতে মোট আসন রয়েছে এক হাজার ৪২১টি। প্রথম মেধাতালিকা থেকে ভর্তি হয়েছেন মাত্র ৫২৪ জন। সে হিসাবে বিশ্ববিদ্যালয়টিতে এখনো ৮৯৭টি আসন ফাঁকা রয়েছে। হিসাব অনুযায়ী শতকরা ৬৩ শতাংশ আসনই ফাঁকা রয়েছে।

আরো পড়ুন: খুবিতে ভর্তির দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ

নোবিপ্রবিতে এক হাজার ৪২১টি আসনের মধ্যে ‘এ’ ইউনিটে ৭৫২টি, ‘বি’ ইউনিটে ৪৯১টি এবং ‘সি’ ইউনিটে আসন ১৭৮ টি। এর মধ্যে ‘এ’ ইউনিটে ৩২৬ জন, ‘বি’ ইউনিটে ৯৬ এবং ‘সি’ ইউনিটে ১০২ জন ভর্তি হয়েছেন।

বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইট ক্লিক করুন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.