নোবিপ্রবি প্রতিনিধিঃ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ শাখা ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে নোবিপ্রবির তথ্য প্রকৌশল ও প্রযুক্তি বিভাগের ২০১৮-২৯ সেশনের শিক্ষার্থী মো. সাদ্দাম হোসেন সুমনকে সভাপতি ও ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী মাহবুব আল হোসাইন রাফিকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।
বুধবার (৩১ জানুয়ারি) নোবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি নাঈম রহমান ও সাধারণ সম্পাদক জাহিদ হাসান শুভ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন এ কমিটির অনুমোদন দেন।
এ বিষয়ে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ শাখা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি মো. সাদ্দাম হোসেন সুমন বলেন,
প্রথমেই কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ ছাত্রলীগ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সংগ্রামী সভাপতি নাঈম রহমান ভাই এবং বিপ্লবী সাধারণ সম্পাদক জাহিদ হাসান শুভ ভাইকে। তাদের সুনিপুণ নেতৃত্বেই নোবিপ্রবির ১৮ বছরের ইতিহাসে প্রথম বারের মতো আলোর মুখ দেখলো হল ও অনুষদ কমিটি। প্রতিষ্ঠাকালীন কমিটির এই কঠিন চ্যালেঞ্জে আপনাদের সবার দোয়া প্রত্যাশী। আমরা প্রকৌশল অনুষদ ছাত্রলীগকে নোবিপ্রবি ছাত্রলীগের একটি শক্তিশালী, স্মার্ট ইউনিট হিসেবে গড়ে তুলতে চাই। তাছাড়া প্রকৌশল অনুষদের সাধারণ শিক্ষার্থীদের যে কোনো যৌক্তিক দাবিতে তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করছি।
এ বিষয়ে অনুষদ শাখা ছাত্রলীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাহবুব আল হোসাইন রাফি বলেন, ছাত্রলীগের কর্মী হওয়া গৌরবের, নেতা হওয়া সৌভাগ্যের। কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ ছাত্রলীগ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি নাঈম রহমান ভাই এবং বিপ্লবী সাধারণ সম্পাদক জাহিদ হাসান শুভ ভাইয়ের প্রতি। প্রতিষ্ঠাকালীন কমিটি হিসেবে এই দায়িত্বের ভার অনেক বেশী। আপনাদের সকলের কাছে দোয়াপ্রার্থী। প্রকৌশল ও প্রযুক্তি অনুষদকে বাংলাদেশ ছাত্রলীগ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার একটি শক্তিশালী ইউনিট হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাব এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের সাধারণ শিক্ষার্থীদের যেকোনো যৌক্তিক দাবিতে পাশে থাকব।