গতকাল (১৬ জানুয়ারি) নেপালে ৭২ আরোহীসহ একটি বিমান বিধ্বস্ত হয়। পোখরা আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে বিধ্বস্ত সেই বিমানে ছিলেন দেশটির লোক ঘরানার জনপ্রিয় গায়িকা নীরা ছান্তিয়াল। দুর্ঘটনায় অন্যদের সঙ্গে তিনিও প্রাণ হারান।
মরদেহ শনাক্ত করে বিষয়টি নিশ্চিত করেছেন নীরার বোন হীরা ছান্তিয়াল শেরচান।
নিহত গায়িকার বোন হীরা ছান্তিয়াল জানিয়েছেন, মকর সংক্রান্তি উপলক্ষে ওই বিমানে চড়ে পোখরা যাচ্ছিলেন নীরা। রোববার (১৫ জানুয়ারি) পোখরায় নারী-পুরুষদের একটি ভলিবল প্রতিযোগিতার আয়োজন করেছিল। এই অনুষ্ঠানে সংগীত পরিবেশনের কথা ছিল নীরার।
মৃত্যুর আগে ফেসবুকে শেষ পোস্টে গায়িকা লিখেছিলেন, ‘আগামীকাল পোখরায় অনেক মজা হবে।’ কিন্তু বিমান দুর্ঘটনায় সবকিছু শেষ হয়ে গেলো।