আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজা ও অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বর্বরতার জন্য তাকে ‘যুদ্ধাপরাধী’ হিসেবে অভিহিত করেছেন চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বুধবার (১৮ ডিসেম্বর) সান্তিয়াগোতে ফিলিস্তিনিদের জন্য আয়োজিত এক ক্রিসমাস অনুষ্ঠানে গ্যাব্রিয়েল বোরিক বলেছেন, ‘নেতানিয়াহু যা করেছেন তা যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ।’
তিনি অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারী এবং সৈন্যদের ফিলিস্তিনিদের উপর আক্রমণের কথা উল্লেখ করে আরও বলেন, ‘আমরা কেবল গাজায় যা ঘটছে তা নয়, পশ্চিম তীরের ঘটনাবলীতেও গভীরভাবে ব্যথিত এবং মর্মাহত।’
গ্যাব্রিয়েল বোরিক মনে করেন, মানবতার প্রতিরক্ষায় অর্ধ-পদক্ষেপের কোনও স্থান নেই। তিনি শান্তির জন্য নতুন প্রচেষ্টার আহ্বান জানিয়ে বলেন, ‘মানবতা রক্ষার জন্য আমরা আজ এখানে একত্রিত হয়েছি। আশা করছি, খুব দ্রুত বিশ্বের সব দেশের উচ্চ নেতারা মিলে এই যুদ্ধাপরাধীকে শাস্তি দিবেন।