বিশ্বকাপের প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে খারাপভাবে চোটে পড়েছিলেন নেইমার। সেই চোট তাকে আর গ্রুপ পর্বে নামতে দিচ্ছেনা এটা সবারই জানা।
যার কিনা এখন ধিরে ধিরে চোট থেকে সেরে ওঠার কথা সেই নেইমারকে নিয়ে এবার নতুন দুঃসংবাদ পেল ব্রাজিল, যা আক্ষরিক অর্থেই দলের ‘মাথাব্যথা’র কারণ হয়ে দাঁড়িয়েছে।
সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলের সেই জয়ে পাওয়া চোট তাকে মাঠে নামতে দিচ্ছে না, এটা পুরোনো খবর। তবে তাতে তো দলের সঙ্গে থেকে খেলা দেখায় কোনো বাঁধা ছিল না। স্টেডিয়াম ৯৭৪-এ গতকাল যখন খেলছিল তার দল, তখন তিনি সেখানে যোগ দেননি না দিতে পারেননি?
কী হয়েছে নেইমারের, কেন তিনি দলের সঙ্গে যোগ দিতে পারেননি? এই প্রশ্নের জবাবটা এসেছে দলের ডাক্তারের কাছ থেকে। তিনি জানিয়েছেন, নেইমার অসুস্থ হয়ে পড়েছেন, মাথাব্যথাও ছিল তার।
ব্রাজিলের প্রাণভোমরা ম্যাচটা দেখেছেন হোটেলে বসেই। ম্যাচটাও দেখেছেন সেখানে। এরপর ক্যাসেমিরোর গোলে দলকে জিততে দেখেছেন, দলকে শেষ ষোলোও নিশ্চিত করে ফেলতে দেখেছেন। ম্যাচ শেষে নেইমার টুইট করেছেন, ক্যাসেমিরোই বিশ্বের সেরা মিডফিল্ডার। তিনি লেখেন, ‘দীর্ঘ সময় ধরে বিশ্বের সেরা মিডফিল্ডার হিসেবে নিজেকে ধরে রেখেছে ক্যাসেমিরো।’
কিন্তু এমন এক জয়ের দিনে নেইমার কেন দলের সঙ্গে নেই, এমন একটা প্রশ্ন ধেয়ে গিয়েছিল ব্রাজিল তারকা ভিনিসিয়াস জুনিয়রের কাছে। তিনি বলেনল, ‘নেইমার হোটেল রুমে ছিলেন, তার জ্বর হয়েছে। আমরা সবাই তার পাশে আছি। সে যেন শিগগিরই চোট আর এই অসুস্থতা কাটিয়ে উঠতে পারে, এই কামনাই করছি।’
ম্যাচ শেষে নেইমারের অনুপস্থিতির কথা উঠে এল কোচ তিতের কথাতেও। তিনি জানান, ম্যাচ জিতেও নেইমারকে মিস করেছেন তিনি। ব্রাজিল কোচের কথা, ‘বিশ্বকাপে নেইমারকে ছাড়া এটি আমাদের প্রথম ম্যাচ ছিল। আপনাদের মতে সুইজারল্যান্ড ম্যাচের তারকা ক্যাসেমিরো। কিন্তু আমার মতে এটা ছিল দলীয় সাফল্য। তবে অস্বীকার করবো না আমরা নেইমারকে মিস করেছি। তার ড্রিবলিং, পাস, গোল করার সক্ষমতা সব কিছুই আমরা মিস করেছি।’