The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
মঙ্গলবার, ২৮শে জানুয়ারি, ২০২৫

নির্মাণকাজে গুণগতমান নিশ্চিতে কোনো ছাড় নয়: খুবি উপাচার্য

খুবি প্রতিনিধি: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) অধিকতর অবকাঠামো উন্নয়ন (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতাধীন জিমনেশিয়াম নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেছেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।

আজ ৫ নভেম্বর (মঙ্গলবার) আকস্মিকভাবে জিমনেশিয়ামের কাজ সরেজমিনে পরিদর্শনে যান তিনি। পরিদর্শনকালে তিনি ইঞ্চি টেপ দিয়ে মেপে ছাদ ঢালাইয়ের গভীরতা যাচাই করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারদের নিকট থেকে জিমনেশিয়াম নির্মাণকাজের অগ্রগতিসহ সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন। পরে তিনি জিমনেশিয়ামের বিভিন্ন অংশের কাজ ঘুরে দেখেন।

এ সময় উপাচার্য সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্য খেলাধুলার উপযোগী হিসেবে গড়ে তুলতে জিমনেশিয়াম অত্যন্ত জরুরি। এজন্য নির্ধারিত সময়ের অন্তত এক-দুই মাস পূর্বেই জিমনেশিয়ামের নির্মাণকাজ সম্পন্ন করতে নির্দেশনা দেওয়া হয়েছে। এক্ষেত্রে অবশ্যই কাজের গুণগতমান নিশ্চিত করতে হবে। নিম্নমানের কাজ কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। কাজের ক্ষেত্রে কারো কোনো গাফিলতি ও অনিয়ম পাওয়া গেলে কোনো ছাড় দেওয়া হবে না, তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

পরিদর্শনকালে প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী সেখ মো. সাইফুল আলম বাদশা, নির্বাহী প্রকৌশলী মো. মোক্তার হোসেন, সহকারী প্রকৌশলী মো. রাফসান নুন, সহকারী প্রকৌশলী প্রশান্ত কুমার দাশ এবং ঠিকাদারী প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং (এনডিই) এর প্রজেক্ট ম্যানেজার আব্দুল আলিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.