The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪

নির্বাচন না হলে দেশ স্বাভাবিক অবস্থায় ফিরবে না : দুলু

ডেস্ক রিপোর্ট: রাজনৈতিক সরকার ছাড়া দেশ সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু।

তিনি বলেছেন, সরকার যতদিন পর্যন্ত নির্বাচনের ব্যবস্থা করবে না ততদিন দেশ স্বাভাবিক অবস্থা ফিরবে না। আইন-শৃঙ্খলার অবনতি দেখে মনে হচ্ছে পতিত সরকার নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে চলমান শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসাদুল হাবিব দুলু বলেন, ছাত্র আন্দোলনের মাধ্যমে বিএনপির মূল দাবি ছিল সংস্কার করে শান্তিপূর্ণ, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করে দেওয়া। আমরা মনে করি যতদিন পর্যন্ত অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে না, ততদিন দেশে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে না।

তিনি আরও বলেন, আমরা আশা করি সরকার অতি দ্রুত সংস্কার কাজ শেষ করে গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টি করবে, যে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ তার মনোনীত ব্যক্তিকে নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি হিসেবে নির্বাচিত করতে পারবে। একটি রাজনৈতিক সরকারের দায়িত্ব দেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক করে দেশের মানুষকে সংগঠিত করা। দেশের সার্বিক উন্নয়নের নেতৃত্বে দেওয়া।

বিএনপির এই সাংগঠনিক সম্পাদক বলেন, আমাদের মনে হচ্ছে নির্বাচন দিতে এই সরকার ভেতরে ভেতরে গড়িমসি করছে। আর এই গড়িমসির কারণে পতিত আওয়ামী লীগের নানা ষড়যন্ত্র আমরা প্রতিদিন লক্ষ করছি। এই ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের আত্মত্যাগ ও রক্তপাত এটি যেন বিনষ্ট না হয়। সেদিকে আমাদের সবাইকে সজাগ, সতর্ক ও সাবধান থাকতে হবে।

এ সময় অন্যান্যের মধ্যে রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক একেএম মমিনুল হক, ঠাকুরগাঁ জেলা বিএনপির দপ্তর সম্পাদক মামুন হোসেনসহ রংপুর বিভাগের বিএনপির নেতাকর্মীরা বক্তব্য দেন।

লালমনিরহাট জেলা বিএনপি আয়োজিত এ টুর্নামেন্টে রংপুর বিভাগের ১০টি সাংগঠনিক জেলা বিএনপি অংশ নিচ্ছে। এ টুর্নামেন্টের প্রতিটি আসরে বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকছেন। ২৮ নভেম্বর ফাইনাল খেলার মধ্য দিয়ে এ আসরের সমাপ্তি ঘটবে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.