The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

নির্ধারিত সময়েই পাঁচ ব্যাংকের পরীক্ষা

নির্ধারিত সময়েই সমন্বিত পাঁচ ব্যাংকের ক্যাশ অফিসার পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ রোববার (২৩ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন ব্যাংকার্স সিলেকশন কমিটির মহাব্যবস্থাপক ও সদস্য সচিব মো. আজিজুল হক। আগামী ৪ ফেব্রুয়ারি এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মো. আজিজুল হক বলেন, আমরা পরীক্ষা নিতে চাই। পাঁচ ব্যাংকের পরীক্ষাও নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত এটাই আমাদের সিদ্ধান্ত।

করোনা সংক্রমণ বাড়ায় আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছে সরকার। এ ঘোষণার পরই সমন্বিত পাঁচ ব্যাংকের ক্যাশ অফিসার পদের নিয়োগ পরীক্ষা নিয়ে সংশয় দেখা দেয়। পরীক্ষা নেয়ার দাবিও তুলেন চাকরিপ্রার্থীরা। পরীক্ষা না হলে আন্দোলনের হুমকি দেন তারা।

চাকরিপ্রার্থীরা বলেন, করোনার কারণে আমরা এমনিতে অনেক পিছিয়ে আছি। দেড় বছরে আমরা কোনো পরীক্ষা দিতে পারিনি। এদিকে চাকরির জন্য নির্ধারিত বয়সও শেষ হয়ে যাচ্ছে। করোনার কারণে এবারের পরীক্ষাগুলোও স্থগিত হয়ে যায় তাহলে আমাদের সামনে আর কোনো পথ থাকবে না। হতাশ হয়ে যাবো। তারা আরও বলেন, চাকরির পরীক্ষাগুলো সাধারণ ছুটির দিনেই হয়। ফলে পরীক্ষাগুলো নিতে খুব একটা সমস্যা হওয়ার কথা না। স্বাস্থ্যবিধি মেনেই নিয়োগ পরীক্ষাগুলো নিয়ে নেয়া উচিত। নাহলে দেশের বেকার সংখ্যা আরও বাড়বে।

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্য সচিব মো. আজিজুল হক বলেন, করোনা সংক্রমণ বাড়ার পর থেকে স্বাস্থ্যবিধি মেনেই আমরা পরীক্ষাগুলো নিয়ে আসছি। আশা করি সামনের পরীক্ষাগুলোতেও কোনো সমস্যা হবে না। তিনি পরীক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে কেন্দ্রে আসার অনুরোধ জানান। একই সঙ্গে কমিটির নির্দেশনা অনুযায়ী ইলেক্ট্রনিক কোনো ডিভাইস যাতে পরীক্ষার্থীরা না নিয়ে আসেন সে বিষয়ে সতর্ক করেন তিনি।

ক্যাশ অফিসারের ১ হাজার ৪৩৯টি শূণ্য পদে নিয়োগ দেবে সমন্বিত পাঁচ ব্যাংক। ব্যাংকগুলো হলো- সোনালী, জনতা, রূপালী, অগ্রণী ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক। ১৪৩৯ পদের মধ্যে সোনালী ব্যাংকে ৮৪৬টি, জনতা ব্যাংকে ১০৫টি, অগ্রণী ব্যাংকে ৪০০টি, রূপালী ব্যাংকে ৮৫টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে ৩টি পদ রয়েছে।

এ পদে নিয়োগপ্রাপ্তরা জাতীয় বেতন স্কেল ২০১৫-এর টাকা ১৬,০০০-৩৮,০০০ হাজার টাকা অনুয়ায়ী বেতন পাবেন। ৩১ জানুয়ারি ২০২১ সালে এ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ২২ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করার সুযোগ পান চাকরিপ্রার্থীরা। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টার পরীক্ষা অনুষ্ঠিত হবে। রাজধানীর ৫৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিকে গত শুক্রবার ৭টি ব্যাংক ও একিটি আর্থিক প্রতিষ্ঠানের অফিসার জেনারেল পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিলো।

You might also like
Leave A Reply

Your email address will not be published.