নিবন্ধন পেল দ্যা রাইজিং ক্যাম্পাস
শিক্ষাই জাতির মেরুদণ্ড, কথাটি সবারই জানা। সেই শিক্ষা ও তরুণ্যের শক্তিকে মুক্ত আলোয় বিকশিত করতে, তরুণ্য ও যুবকদের চলার পথে নানাবিধ প্রতিবন্ধকতা মাড়িয়ে এগিয়ে চলতে হয়। তারুণ্যের চলার পথকে মসৃণ করার দায়বদ্ধতাকে ধারণ করে পথ চলা শুরু করে দ্যা রাইজিং ক্যাম্পাস। রাইজিং ক্যাম্পাস পথচলা শুরু করে ২০২০ সালের জুন মাসে।
তারই ধারাবাহিকতায় অনলাইন নিউজ পোর্টাল হিসেবে নিবন্ধন পেয়েছে শিক্ষা, স্বাস্থ্য, শিক্ষাঙ্গন, তথ্য প্রযুক্তি, ক্যরিয়ার ও তারুণ্য নির্ভর দেশের অন্যতম প্রধান অনলাইন নিউজ পোর্টাল দ্যা রাইজিং ক্যাম্পাস।
সোমবার (২০ নভেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস-১ শাখা থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়। জারিকৃত বিজ্ঞপ্তি অনুসারে নতুন ৯টি অনলাইন পত্রিকাকে নিবন্ধনের জন্য অনুমতি দেয় তথ্য মন্ত্রণালয়। সেই তালিকায় স্থান করে নেয় রাইজিং ক্যাম্পাসও।
বিজ্ঞপ্তিতে এসব সংবাদমাধ্যমকে সরকার বিধি বিধান অনুসরণ করে নির্ধারিত ফি জমা দিয়ে ৩০ কার্যদিবসের মধ্যে তথ্য অধিদপ্তর থেকে নিবন্ধন প্রক্রিয়া শেষ করতে বলা হয়েছে। তারই ধারাবাহিকতায় রাইজিং ক্যাম্পাস সরকারের সকল বিধি অনুসরণ করে অনলাই নিউজ পোর্টাল হিসেবে নিবন্ধন প্রক্রিয়া শেষ করেছে। রাইজিং ক্যাম্পাসের নিবন্ধন নম্বর: ১৯৯।
বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতর থেকে নিবন্ধন পাওয়াই এই প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ঠ সকল পক্ষকে আন্তরিখভাবে ধন্যবাদ জানিয়েছেন রাইজিং ক্যাম্পাস পরিবার।
এ নিবন্ধন প্রাপ্তি রাইজিং ক্যাম্পাসের চলার পথকে আরো মসৃণ করবে। বস্তুনিষ্ট ও নিরপেক্ষ সাংবাদিকতায় অটল থেকে রাইজিং ক্যম্পাস শিক্ষা, স্বাস্থ্য, শিক্ষাঙ্গন ও যুবসমাজের উন্নয়ন ও অগ্রগতিতে সামান্য হলেও ভুমিকা রাখতে চায়।
শিক্ষার্থী ও তরুণ্যের মেধা বিকাশে প্রতিষ্ঠার পর থেকে শিক্ষা, শিক্ষার্থী, ক্যাম্পাসকেন্দ্রিক সকল ধরনের তথ্য তুলে ধরার চেষ্টা করছে রাইজিং ক্যাম্পাস। ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ তথ্য প্রবাহ নিশ্চিতে ভূমিকা রাখতে উদ্যমী হয়ে কাজ করবে দ্যা রাইজিং ক্যাম্পাস।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিং ক্যাম্পাসে লিখতে পারেন আপনিও। মতামত, সম্পাদকীয়, উদ্যোক্তা, ক্যারিয়ার, স্কলারশিপ, লাইফস্টাইল, তথ্যপ্রযুক্তি, রাজনীতি, বিনোদন, খেলাধুলা সহ বিভিন্ন পাতায় প্রকাশের জন্য আপনার লেখা পাঠাতে পারেন আমাদেরকে। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন newseditor.trc@gmail.com ঠিকানায়।
রাইজিং ক্যাম্পাস বর্ধিত কলেবরে, নব আঙ্গিকে কাজ শুরু করেছে। এই পরিপ্রেক্ষিতে রাইজিং ক্যাম্পাস দেশের সকল জেলা, বিশ্ববিদ্যালয়, কলেজ থেকে প্রতিনিধি (পদ ফাঁকা থাকা সাপেক্ষে) নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে। আপনি যদি উদ্যমী ও কর্মঠ হন তাহলে আপনাকে রাইজিং ক্যাম্পাসে স্বাগতম। জেলা পর্যায়ে প্রতিনিধি হতে আপনাকে ন্যূনতম স্নাতক (সন্মান) পাশ হতে হবে। এছাড়া বিশ্ববিদ্যালয় ও কলেজ প্রতিনিধি হতে স্ব-স্ব প্রতিষ্ঠানের শিক্ষার্থী হওয়া আবশ্যক। সিভি পাঠানোর ঠিকানা: editor.trc@yahoo.com.
এছাড়া সার্বিক যোগাযোগের জন্য কল করতে পারেন ০১৮৯১-৯৯০৭৬১ নম্বরে।
ফলো করতে পারেন রাইজিং ক্যাম্পাসের
ফেসবুক পেজ: ক্লিক করুন
ইউটিউব চ্যানেল: ক্লিক করুন
ওয়েবসাইট: https://therisingcampus.com/