সাভারের নয়ারহাটে অবস্থিত ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) এ গত ৭ই সেপ্টেম্বর, ২০২৪ রোজ শনিবার তৃতীয়বারের মতো নিটার সাইন্স সোসাইটির কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
নিটার সাইন্স সোসাইটির কার্যনির্বাহী কমিটি ২০২৪ এ সভাপতি হিসেবে নির্বাচিত হোন নিটার ১০ম ব্যাচের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ইফরাদ উদ্দীন আহমেদ, সহ-সভাপতি পদে রয়েছেন সর্বমোট তিনজন- অর্গানাইজিং এ নিটার ১০ম ব্যাচের শিক্ষার্থী মোঃ নাজমুল হাসান নাজিম, রিসার্চে নিটার ১০ম ব্যাচের শিক্ষার্থী রবিউল আলম মারুফ এবং এডমিন ও এইচআরএম এ নিটার ১১তম ব্যাচের শিক্ষার্থী মোঃ আশিকুর রহমান খান।
উক্ত কমিটিতে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন প্লাবন দাশ জয় (নিটার ১০ম ব্যাচ), যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন সালেহীন বাঁধন (নিটার ১১তম ব্যাচ), ইনোভেশন এন্ড ডেভেলপমেন্ট সেক্রেটারি পদে রয়েছেন অপরাজিতা ইসলাম প্রার্থনা এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ ইনোভেশন এন্ড ডেভেলপমেন্ট পদে রয়েছেন মোঃ পারভেজ মিয়া।
কোষাধ্যক্ষ পদে মোঃ কামরুল ইসলাম ইফাত, উপ কোষাধ্যক্ষ পদে কাজী রবিউল ইসলাম রিফাত, অফিস এন্ড আইটি সেক্রেটারি পদে আল কিফায়াত খান শাওন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ অফিস এন্ড আইটি পদে অমর্ত্য চৌধুরী, সেক্রেটারি অফ পাবলিক রিলেশন পদে আশিকুর রহমান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ পাবলিক রিলেশন পদে মিজানুর রহমান নির্বাচিত হয়েছেন।
এছাড়াও সেক্রেটারি অফ অর্গানাইজিং পদে রয়েছেন নিটার ১০ম ব্যাচের শিক্ষার্থী মুক্তাদির রহমান তালুকদার এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ অর্গানাইজিং পদে রয়েছেন নিটার ১২তম ব্যাচের শিক্ষার্থী লাবিবা সালওয়া ইসলাম। কার্যনির্বাহী সদস্য হিসেবে সর্বমোট ৫ জন নির্বাচিত হয়েছেন- অমিত সরকার (নিটার -১২তম ব্যাচ), সামিয়া আনোয়ার নিশাত (নিটার -১২তম ব্যাচ), আশরাফ আবিদ (নিটার -১৩ তম ব্যাচ), এম. এম. মোহতাসীম শাহারিয়ার (নিটার -১৩ তম ব্যাচ), আফরোজা আলম তানি (নিটার -১৩ তম ব্যাচ)।
নিটার সাংবাদিক সমিতির পক্ষ হতে নিটার সাইন্স সোসাইটির কার্যনির্বাহী কমিটি ২০২৪ এর সকল সদস্যকে শুভকামনা জানিয়ে ফেসবুক পেইজে বার্তা প্রেরণ করা হয়। নব্য ঘোষিত কমিটি নিটার সাইন্স সোসাইটিকে উন্নতির শিখরে পোঁছে নিতে পারবেন বলে আশাবাদী শিক্ষার্থীরা।