নিটারে শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসে উন্মুক্ত হলো ইন্টারনেট সুবিধা
নিটার প্রতিনিধিঃ সাভারে অবস্থিত ন্যাশনাল ইন্সটিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) এ শিক্ষার্থীদের মধ্যে ইন্টারনেট পরিসেবার সুযোগ বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করেছে নিটার প্রশাসন। এ লক্ষ্যে নিটার ক্যাম্পাসকে সম্পূর্ণরূপে উন্মুক্ত ইন্টারনেটের আওতায় আনা হবে।
এই উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে ক্যাম্পাসের একাডেমিক বিল্ডিং- ১ এর আর্গোনোমিক্স ল্যাব (এসি-২০৩) এর সম্মুখে ১টি, নিটিং ল্যাব (এসি- ১১৮) এর সম্মুখে ১টি এবং ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং ল্যাব (এসি- ১২৪) এর সম্মুখে ১টি সহ মোট ৩টি ওয়্যারলেস রাউটার স্থাপন করা হয়েছে।
উক্ত পরিসেবা গ্রহণের জন্য গত ৫ ফেব্রুয়ারি রবিবার নোটিশের মাধ্যমে সকল শিক্ষার্থীদেরকে আহ্বান করে নিটার প্রশাসন।
নিটারকে আরো সমৃদ্ধ এবং ডিজিটালাইজড করার লক্ষ্যে গৃহীত এই পদক্ষেপকে শিক্ষার্থীরা যুগপযোগী এবং প্রয়োজনীয় বলে বহুল প্রশংসা করছেন। এবং এভাবে আরো কিছু ওয়ার্লেস রাউটার সংযোগের মাধ্যমে নেটওয়ার্কিং সুবিধা আরো বৃদ্ধি করার আহ্বান জানিয়েছেন।
এদিকে নিটার ক্যাম্পাসকে আরো উন্নত করার আরো বেশ কিছু পরিকল্পনা নিটার কতৃপক্ষের কাছে আছে বলে জানা গেছে।