লাবিবা সালওয়া ইসলামঃ “র্যাগিংকে না বলুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিট অধিভুক্ত “ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ” এ র্যাগিং বিরোধী র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৬ই ডিসেম্বর বেলা ১২ টায় নিটারের পরিচালক জনাব ড. জোনায়েবুর রশীদের নির্দেশনানুযায়ী ক্যাম্পাসে প্রশাসনিক ভবনের সামনে র্যালির উদ্বোধন করেন।
র্যালিটি একাডেমিক ভবন ১, ছাত্র হোস্টেল প্রদক্ষিণ শেষে ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং শেডের সামনে এসে শেষ হয়। প্রায় দুইশো শিক্ষার্থীর সরাসরি অংশগ্রহণ এবং সাতাশ জন প্রফেসর, লেকচারারদের সমাগমে র্যালিটি সম্পন্ন হয়।
ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এর প্রফেসর মোহাম্মদ ফাতেহ আলী পান্নি র্যাগিংমুক্ত ক্যাম্পাস নিয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন, “নিটারে তোমরা প্রত্যেকেই সমান। সিনিয়র জুনিয়রদের সঠিক গাইডলাইন দিয়ে সহযোগিতা করবে। নিটারে র্যাগিং নামক মানসিক চাপের কোনো স্থান নেই।”
এছাড়াও ডিপার্টমেন্ট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর লেকচারার জনাব ইঞ্জিনিয়ার. নুরুন্নবী, ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর এসিস্ট্যান্ট প্রফেসর জনাব ড. মো: আবুল কালামসহ অনেকেই বলিষ্ঠ কন্ঠে র্যাগিংকে অপরাধ হিসেবে ঘোষণা করেন এবং বলেন, “র্যাগিং নামক অপসংস্কৃতি নির্মূল করা হবে।”
কোনো শিক্ষার্থী র্যাগিং এর শিকার হলে তাৎক্ষণিকভাবে প্রক্টরিয়াল কমিটিকে অবহিত কিংবা অভিযোগ বক্সে জমা দেয়ার কথাও উল্লেখ করা হয়।
শিক্ষার্থীদের মধ্যে বেশ উৎসুকভাব লক্ষ করা গিয়েছে। র্যালি চলাকালীন সময় নিটার ১২ ব্যাচের একজন শিক্ষার্থী জানান, “আমরা র্যাগিং নামক অপসংস্কৃতিমুক্ত ক্যাম্পাস চাই। সিনিয়র জুনিয়র একসাথে এক ক্যাম্পাস প্রাঙ্গনে আমরা শিখতে এসেছি, জানতে এসেছি।”
নিটার ১৩ ব্যাচের একজন শিক্ষার্থী বলেন, ” আমরা নতুন ক্যাম্পাস প্রাঙ্গনে এসেছি। আশা করি, আমরা র্যাগিংমুক্ত ক্যাম্পাস পাবো। সাবলীলভাবে সব ধরনের কার্যক্রমে যুক্ত হতে পারবো।”