The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

নিটারে নতুন অ্যাডজান্ট ফ্যাকাল্টির সংযুক্তি

ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) কর্তৃক নতুন চারজন অ্যাডজান্ট ফ্যাকাল্টি সংযুক্ত করা হয়েছে। নিটারের অফিসিয়াল ফেসবুক পেইজে সংবাদটি প্রকাশ করা হয়।

নিটারের শিক্ষার্থীদের প্রয়োজনীয় চাহিদা পূরণার্থে প্রতিটি ডিপার্টমেন্টেই নতুন নতুন শিক্ষক যুক্ত করা হচ্ছে। যাতে শিক্ষার পরিবেশ এবং গুণগত মান বজায় থাকে।

ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের নবাগত দুইজন অ্যাডজান্ট ফ্যাকাল্টি হলেন ডঃ মোঃ আবু হায়াত মিঠু (অধ্যাপক, আইপিই, শাবিপ্রবি) এবং মোঃ সাজ্জাদ হোসেন আদর (সহকারী অধ্যাপক, আইপিই, আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)। পাশাপাশি কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট নবাগত দুইজন অ্যাডজান্ট ফ্যাকাল্টি যুক্ত করা হয়েছে। তারা হলেন ডাঃ মোঃ এজহারুল ইসলাম(অধ্যাপক, অ্যাডজান্ট ফ্যাকাল্টি, কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং, জাবি) এবং মোঃ মোয়াজ্জেম হোসেন (অধ্যাপক, পরিসংখ্যান ও তথ্য বিজ্ঞান ,জাবি )।

নবাগত অ্যাডজান্ট ফ্যাকাল্টির আগমনে নিটারের ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আরো সমৃদ্ধি লাভ করবে বলে মনে করছেন শিক্ষার্থীবৃন্দ। একইসাথে নিটার কর্তৃপক্ষ-ও বেশ উৎসুক হয়ে আছেন। নিটারের সকল শিক্ষার্থী তাদের কাছ থেকে নতুন কিছু শিখতে পারবে বলে আশা করছেন। নিটার কর্তৃপক্ষ শিক্ষক-শিক্ষার্থী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে বলেও আশাবাদ জ্ঞাপন করেছেন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.