লাবিবা সালওয়া ইসলাম, নিটার: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের শিক্ষা ও টেক্সটাইল গবেষণা প্রতিষ্ঠান সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) এ ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট কর্তৃক ১১ই মার্চ রোজ সোমবার একটি সেমিনার আয়োজন করা হয়। নিটার কনফারেন্স রুমে সকাল ১০:৩০ হতে দুপুর ১ টা পর্যন্ত উক্ত সেমিনারটি অনুষ্ঠিত হয়।
“ক্যারিয়ার গ্রোথ এন্ড আপকামিং চ্যালেঞ্জেস” শিরোনামের সেমিনারে স্পিকার হিসেবে ছিলেন জনাব মো: সাইফুদ্দিন আহমেদ তুষার, সিনিয়র ম্যানেজার, এপিলিয়ন গ্রুপ এবং একই ইন্ডাস্ট্রির এসিস্ট্যান্ট ম্যানেজার – জনাব জুবায়ের আহমেদ খান। এছাড়াও উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন নিটারের ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন এর অ্যাসোসিয়েট প্রফেসর এন্ড হেড জনাব ড. তওফিক আহমেদ এবং একই ডিপার্টমেন্টের লেকচারার জনাব রায়হান আহমেদ জয়। জনাব জুবায়ের আহমেদ খান প্রথমেই শিক্ষার্থীদের উদ্দেশ্যে উৎসাহীমূলক বক্তব্য উপস্থাপন করেন। তিনি ক্যারিয়ার গ্রোথের জন্য প্রয়োজনীয় কিছু বিষয়ে দক্ষতার কথা বলেন, যেমন : মাইক্রোসফট এক্সেল, ফটোশপ, ইলাস্ট্রেটর, আইএলটিএস ইত্যাদি। এছাড়াও বর্তমান চাকরির বাজারে কোন ধরনের সিভি বেশি গ্রহণযোগ্য তা নিয়ে ও বিস্তারিত আলোচনা করেন।
পরবর্তীতে জনাব মো: সাইফুদ্দিন আহমেদ তুষার চ্যালেঞ্জ হিসেবে নিতে বলেন মার্কেটিং দৃশ্যকল্প বিশ্লেষণের বিষয়টিকে। পাশাপাশি তিনি স্কিলস ডেভেলপমেন্টে নানান শর্ট কোর্সসহ অভিজ্ঞদের সাথে যোগাযোগ করার পরামর্শ দেন। তিনি বলেন, “ভার্সিটির প্রথম বর্ষ থেকেই একজন শিক্ষার্থীর উচিত জ্ঞানচর্চার পাশাপাশি নিজেকে আত্মবিশ্বাসী করে তোলা।” এছাড়াও দেশের নিটিং ইন্ডাস্ট্রির বিস্তৃতি সম্পর্কে ও অবগত করেন। তিনি ইন্ডাস্ট্রিগুলোর বাস্তবচিত্রও তুলে ধরেন।
প্রায় শ’খানেক শিক্ষার্থীর উৎসুক উপস্থিতিতে সেমিনারটি সমাপ্ত হয়। উক্ত সেমিনারের মাধমে উপস্থিত সকল শিক্ষার্থী একটি পরিপূর্ণ ক্যারিয়ার গড়তে পথ নির্দেশিকা পাবে বলে আশা করা যায়।