নিটার প্রতিনিধি: ঢাকার অদূরে সাভারের নয়ারহাটে অবস্থিত ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) এ নিটার ক্যারিয়ার ক্লাবের আয়োজনে আমান নিটিংস লিমিটেড নিটার ক্যাম্পাসে একটি ওয়াক-ইন ইন্টারভিউ পরিচালনা করবে।
মঙ্গলবার (৭ই জানুয়ারি) সকাল ৯টায় উক্ত ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। উক্ত ইন্টারভিউ নিটারে অধ্যয়নরত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল ও প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এবং ফ্যাশন ডিজাইন এন্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত বলে ঘোষণা করা হয়েছে।
টেক্সটাইল শিল্পে ক্যারিয়ার গড়তে আগ্রহী নিটার গ্র্যাজুয়েটদের জন্য এটি একটি দূর্দান্ত সুযোগ। প্রার্থীদের পেশাদার পোশাক পরিধান করে এবং হালনাগাদ সিভি সঙ্গে নিয়ে ইন্টারভিউতে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। আগ্রহী প্রার্থীদের নিটার ক্যারিয়ার ক্লাবের অফিসিয়াল যোগাযোগ মাধ্যমে নিয়মিত তথ্য জানতে অনুরোধ করা হয়েছে।
নিটার ক্যারিয়ার ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠানটির সঙ্গে এই আয়োজন নিটারের শিক্ষার্থীদের জন্য শিল্পখাতে কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে সহায়তা করবে।
নিটারে এমন আয়োজনে প্রার্থীরা বেশ উৎসুক হয়ে আছেন। তারা ভবিষ্যতে এমন আরো ইন্টারভিউ হবে বলে আশা রাখছেন।