The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

নানা আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া ছাত্র কল্যাণ পরিষদের চড়ুইভাতি অনুষ্ঠিত

নোবিপ্রবি প্রতিনিধিঃ নানা আয়োজনে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(নোবিপ্রবি) ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র কল্যাণ পরিষদ এর চড়ুইভাতি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(২৭ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের নীলদিঘী এলাকায় এই অনুষ্ঠান হয়। সংস্কৃতির রাজধানীখ্যাত ব্রাহ্মণবাড়িয়া জেলার শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দেশীয় আয়োজনে মধ্যাহ্নভোজের পর শিক্ষার্থীদের অংশগ্রহণে র‍্যাফেল ড্র, আড্ডা-গল্প, খেলাধুলা, কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়। অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র কল্যাণ পরিষদের উপদেষ্টা পরিসংখ্যান বিভাগের প্রভাষক তাহমিনা আক্তারসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, আজ আমাদের অ্যাসোসিয়েশন এর চড়ুইভাতি প্রোগামকে কেন্দ্র করে নিজেদের মধ্যে মিলনমেলা ঘটেছে। সেই সাথে আমরা সবাই উৎফল্ল এবং আনন্দিত। আমাদের সংগঠনের যেকোনো কাজে সিনিয়র-জুনিয়র অনেক আন্তরিক। ব্রাহ্মণবাড়িয়া ছাত্র কল্যাণ পরিষদ অতীতের ন্যায় সুনাম বজায় রেখে সামনে এগিয়ে যাবে।

সভাপতি ফাহিম প্লাবন বলেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার প্রায় অর্ধযুগ পর নোবিপ্রবিতে অধ্যয়নরত ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীদের দ্বারা গড়ে উঠে ব্রাহ্মণবাড়িয়া ছাত্র কল্যাণ পরিষদ। এরপর থেকেই নিয়মিতভাবে এই সংগঠন ভ্রাতৃত্বের মেলবন্ধনে নিজেদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এরই অংশ হিসেবে আজ একটি চড়ুইভাতির আয়োজন করা হয় যেখানে উপস্থিত ছিলেন সংগঠন এর শিক্ষার্থীরা এবং শিক্ষক তাহমিনা আক্তার। র‍্যাফেল ড্র, কুইজ প্রতিযোগিতা, আড্ডা, গান এসবের মাধ্যমে একটি সুন্দর দিন অতিবাহিত করে সকলে এবং সকলেই এই সংগঠনকে সামনে এগিয়ে নিয়ে যাবার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.