The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫

নাওয়াজকে ধাক্কা দিয়ে শাস্তি পেলেন তানজিম সাকিব

ডেস্ক রিপোর্ট: খুলনা টাইগার্সের বিপক্ষে দারুণ এক জয় পায় সিলেট স্ট্রাইকার্স। বেশ উত্তাপ ছড়িয়েছিল ম্যাচটিতে। খুলনার পাকিস্তানি মোহাম্মদ নাওয়াজকে আউট করে আউট করে তানজিম হাসান সাকিবের সঙ্গে কাঁধে ধাক্কা দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় শাস্তি পেয়েছেন এই টাইগার পেসার।

আচরণবিধি ভঙ্গের দায়ে তানজিম সাকিবের ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে সেইসঙ্গে নামের পাশে পেয়েছেন ৩টি ডিমেরিট পয়েন্টও। বিষয়টি নিশ্চিত করেছেন ম্যাচ রেফারি এহসানুল হক সেজান। ম্যাচ রেফারির শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। তবে তানজিম সাকিবকে জরিমানা ও ৩ ডিমেরিট পয়েন্ট দিলেও বেঁচে গিয়েছেন নাওয়াজ।

সোমবার (১৩ জানুয়ারি) গণমাধ্যমকে হসানুল হক বলেন, ‘লেভেল ২ মাত্রার অপরাধের জন্য গতকালের ঘটনায় ৫০ শতাংশ জরিমানা হয়েছে তানজিম হাসান সাকিবকে। একই সঙ্গে তিনটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।’

খুলনার ইনিংসে ১৯তম ওভারে ঘটনাটি ঘটে। খুলনার নাওয়াজকে আউট করার পর তার দিকে এগিয়ে ধাক্কা দেন তানজিম সাকিব। এরপর দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। পরে সিলেটের অন্য ক্রিকেটাররা পরিস্থিতি সামাল দেন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.