রাবি প্রতিনিধি: নরওয়ের ক্রিস্টিয়ানসান্ড-রাজশাহী ফ্রেন্ডশিপ কমিটির সভাপতি ডেক ভিগের নেতৃত্বে তিন সদস্যের এক প্রতিনিধিদল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেছেন।
শনিবার (১২ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে তাঁরা এই মতবিনিময় করেন।
মতবিনিময়কালে তাঁরা নরওয়ের আগডার বিশ্ববিদ্যালয়ের সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণাক্ষেত্রে সহযোগিতা নিয়ে বিস্তর আলোচনা করেন। বিশেষ করে যৌথ গবেষণা এবং শিক্ষার্থী ও গবেষক বিনিময়ের জন্য সমঝোতার বিষয়ে ডেক ভিগ আগ্রহ প্রকাশ করলে রাবি উপাচার্য তাতে সম্মতি জানান। আগামীতে এই সহযোগিতা নরওয়ের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথেও সম্প্রসারিত করা যাবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।
এসময় রাবি উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক মো. হুমায়ুন কবীর, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, ক্যারিয়ার কাউন্সেলিং এন্ড ডেভেলপমেন্ট সেন্টারের সহকারী পরিচালক ড. মনিরা জান্নাতুল কোবরা, অফিস অব দি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের সহকারী পরিচালক ড. শামস মুহা. গালিব, রাজশাহী-ক্রিস্টিয়ানসান্ড ফ্রেন্ডশিপ কমিটির সভাপতি ডা. প্যাট্রিক বিপুল বিশ্বাস ও সদস্য রাবির সাবেক উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহাসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।