গবি প্রতিনিধিঃ গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) বাংলা বিভাগে নতুন সেমিস্টারের শিক্ষার্থীদেরকে বরণ করে নেয়া হয়েছে রবিবার( ২৭ নভেম্বর)।
অনুষ্ঠানটির শুরু হয় সকাল দশ ঘটিকায়। অনুষ্ঠানটির উপস্থাপনা করেন বাংলা বিভাগের প্রভাষক কায়েস আহমেদ এবং তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য দেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেছেন ভাষা বিজ্ঞান ও সংস্কৃতি বিভাগের ডীন অধ্যাপক মনসুর মুসা।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে নবীন শিক্ষার্থীদের পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়। সেখানে নবীন শিক্ষার্থীরা সামনে গিয়ে নিজের পরিচয় দেন ও বিশ্ববিদ্যালয়ে প্রথমদিন এসে তাদের অনুভূতি কী তা ব্যক্ত করেন।
সকল শিক্ষার্থীরাই তাদের বক্তব্যে বলেন যে বিশ্ববিদ্যালয়ের সুন্দর পরিবেশ এবং শিক্ষকদের বন্ধুসুলভ আচরণ তাদের খুবই ভালো লেগেছে। ভবিষ্যত জীবনের তারা সকলের কাছে দোয়াপ্রার্থী দোয়াপ্রার্থী।
নবীন শিক্ষার্থীদের পরিচয়পর্ব শেষ হবার পর সিনিয়র শিক্ষার্থীদের মধ্য থেকে একজন ছেলে ও একজন মেয়ে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তাদের শুভেচ্ছা জানান ও তাদের বিশ্ববিদ্যালয় জীবনের অভিজ্ঞতা ব্যক্ত করেন।
এরপর বাংলা বিভাগের শিক্ষকবৃন্দ নবীনদের উদ্দেশ্যে বক্তব্য দেন। প্রভাষক কায়েস আহমেদ নবীন শিক্ষার্থীদেরকে দিকনির্দেশনা প্রদান করেন। অন্যান্য শিক্ষকবৃন্দও তাদের ছাত্র জীবনের অভিজ্ঞতা বলেন এবং বিভিন্ন উপদেশ প্রদান করেন। এসময় তারা বাংলা ভাষা শিক্ষার গুরুত্ব সম্পর্কে বলেন।
শিক্ষার্থীদেরকে শুভকামনা জানানো ও ফুল দিয়ে বরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।