মোস্তাক মোরশেদ, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ক্লাস শুরু হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে ১৭৫ একরের ক্যাম্পাস।
বুধবার (৮ ফেব্রুয়ারী) বিশ্ববিদ্যালয়ের ৩৬ টি বিভাগে পৃথক পৃথকভাবে ক্লাস শুরু হয়। জানা যায়, সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের স্ব-স্ব বিভাগের আয়োজনে ওরিয়েন্টেশন ক্লাস শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের জীবনের প্রথম ক্লাসে অংশ নিতে সকাল থেকে ছুটে আসে নবীন শিক্ষার্থীরা। বিভাগের উদ্যেগে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। ক্যাম্পাসের বিভিন্ন চত্বরে নবীন শিক্ষার্থীদের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।
অনুভূতি প্রকাশ করে ফার্মেসি বিভাগের শিক্ষার্থী ফখরুল বলেন, ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল বিশ্ববিদ্যালয়ে পড়ার। সেই স্বপ্ন বাস্তবে পূরণ হয়েছে। ভালোভাবে পড়াশুনা করে ভালো কিছু করে যেতে চাই।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড.মাহবুবুর রহমান বলেন, প্রথমেই অভিনন্দন জানাই যারা এতোগুলো বিশ্ববিদ্যালয়ের মধ্য থেকে ইবিকে পছন্দের শীর্ষে বেছে নিয়েছে। নবীন শিক্ষার্থীদের জন্য আমার সবসময় শুভকামনা থাকবে।