The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪

নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ১ জুন, ফি ১৭১ টাকা

চলতি ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হচ্ছে আগামী ১ জুন থেকে যা চলবে ৩১ আগষ্ট পর্যন্ত। শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন বাবদ ১৭১ টাকা করে প্রদান করেতে হবে। যদি ৩১ আগষ্টের মধ্যে কেউ রেজিস্ট্রেশন করতে না পারে সে ক্ষেত্রে ১৪০ টাকা বিলম্ব ফিসহ ৩১১ টাকা প্রদান স্বাপেক্ষে তাকে রেজিস্ট্রেশন করতে হবে।

ঢাকা শিক্ষা বোর্ড থেকে এ সংক্রান্ত একটি নোটিশ জারি করা হয়েছে গত কাল রোববার (২৮ মে)।

নোটিশে বলা হয়েছে, ০২৩-২০২৪ শিক্ষাবর্ষে নবম শ্রেণিতে ভর্তি ও অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হতে চলেছে। জেএসসি বা জেডিসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তিন বছরের মধ্যে দেশের যেকোনো মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে/মাদ্রাসা শিক্ষা বোর্ড, কারিগরী শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত জেএসসি বা জেডিসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নবম শ্রেণিতে ভর্তির সুযোগ পাবে।

রেজিস্ট্রেশনের ক্ষেত্রে নবম শ্রেণিতে ভর্তিকৃত সকল শিক্ষার্থীর অভিভাবকের মোবাইল নম্বরসহ সকল তথ্য অনলাইনে আপলোড করতে হবে। অনলাইনে আপলোডকৃত তথ্য না থাকলে শিক্ষার্থীর রেজিস্ট্রেশন দাবি করা যাবে না। রেজিস্ট্রেশনের সময় কোনো শিক্ষার্থীর বয়স ১২ বছর পূর্ণ না হলে এবং ১৮ বছরের অধিক হলে তাকে নবম শ্রেণিতে ভর্তি করা যাবে না বলে নোটিশে বলা হয়েছে।

বিলম্ব ফি ব্যতীত জনপ্রতি ১৭১ টাকা ও বিলম্ব ফিসহ জনপ্রতি ৩১১ টাকা রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে। রেজিস্ট্রেশনের জন্য তথ্য আপলোড করার লক্ষ্যে প্রতিটি প্রতিষ্ঠানরকে স্ব স্ব প্রতিষ্ঠানের শিক্ষকদের সমন্বয়ে তিন সদস্য বিশিষ্ট একটি রেজিস্ট্রেশন কমিটি গঠন করতে হবে।

অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর চূড়ান্ত তালিকা ফাইনাল সাবমিটের পূর্বে দায়িত্বপ্রাপ্ত কমিটির সদস্যদের দ্বারা বিদ্যালয়ে রক্ষিত ভর্তি ফরম ও সনদের সঙ্গে মিলিয়ে আপলোডকৃত তথ্য যথাযথভাবে নিশ্চিত করতে হবে। নিশ্চিত হওয়ার পরেই কেবল ফাইনাল সাবমিট করতে হবে।

এ কাজে কোনো অবস্থায় শিক্ষার্থীকে নিযুক্ত করা হবে না। চূড়ান্ত তালিকার প্রিন্ট আউট (হার্ড কপি) প্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে। শিক্ষার্থীর তথ্যে ভুল-ক্রুটির জন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও কমিটির সদস্যরা যৌথভাবে দায়ী থাকবেন বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.