নবম বছরে পদার্পণ করলো রাবিপ্রবির সিএসই বিভাগ
রাবিপ্রবি প্রতিনিধিঃ প্রতিষ্ঠার নয় বছরে পদার্পণ করেছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ। ২০১৪ সালে ৯ নভেম্বর থেকে যাত্রা শুরু করেছিলো বিভাগটি। মাত্র ৫০ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করা বিভাগটির বর্তমান শিক্ষার্থীর সংখ্যা মোট ৩০৮ জন।
দিবসটি উপলক্ষ্যে আজ সকাল এগারো ঘটিকায় কেক কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সেলিনা আখতার। এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. কাঞ্চন চাকমা, রেজিস্ট্রার মোহাম্মদ ইউসুফ, সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক জুয়েল সিকদার (প্রক্টর), সিএসই বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক ধীমান শর্মা, ছাত্র হলের প্রভোস্ট ও সহকারী অধ্যাপক আহম্মেদ ইমতিয়াজ ও সহকারী অধ্যাপক মোঃ মাইনুদ্দীন সহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।
চলমান হরতাল ও অবরোধ পরিস্থিতির কারণে অন্যান্য বারের মতো এবারের সিএসই ডে ঘটা করে পালন করা সম্ভব হয়নি। ছোট পরিসরে কেক কেটে আংশিক উদ্যাপন করা হয়েছে। অনুষ্ঠানের র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান বৃহৎ পরিসরে পালনের জন্য চলতি মাসের ১৪ নভেম্বর ধার্য করা হয়েছে।