The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
রবিবার, ৫ই জানুয়ারি, ২০২৫

নতুন গান নিয়ে আসছেন তাসনিয়া ফারিণ

বিনোদন ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। অসংখ্য নাটকে অভিনয় করে ভক্ত অনুরাগীদের মনে জায়গা করে নিয়েছেন অনেক আগেই। গেল বছর বেশ কয়েকটি ওয়েব সিরিজে কাজ করে ব্যাপক প্রশংসায়ও ভেসেছেন অভিনেত্রী। আবার, দেশের গণ্ডি পেরিয়ে কাজ করছেন টলিউডেও।

অভিনয়ের পাশাপাশি নাচেও দক্ষতা রয়েছে ফারিণের। তবে গত বছর ফারিণ আরও যে বিষয়টি নিয়ে আলোচনায় ছিলেন, সেটি হচ্ছে তার গান! নিজের কণ্ঠে দর্শক মাতিয়েছেন একাধিকবার। জানা গেল, সেই ধারা নাকি নতুন বছরেও অব্যাহত রাখতে চান ফারিণ। তবে সব মিলিয়ে বলা যায়, শোবিজ অঙ্গনে সফলতার সঙ্গে আরও একটি বছর পার করলেন তাসনিয়া ফারিণ।

ক্যারিয়ারের সেরা সময়েই নতুন বছর শুরু করছেন ফারিণ। বেশকিছু কাজ নিয়ে রয়েছে তার ব্যস্ততা। তার মধ্যে রয়েছে নতুন একটি সিনেমা ও নতুন একটি গান। সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়ে নতুন বছরের এমন কর্মপরিকল্পনারই কথা জানান ফারিণ।

অভিনয় ও গান একসঙ্গে চালিয়ে যাওয়া প্রসঙ্গে ফারিণ বলেন, ‘আমি কখনো প্ল্যান করে কিছু করি না। যেটা ভালো লাগে, সেটা নিয়েই কাজ করার চেষ্টা করি। সেই ভালো লাগা থেকে আমার দর্শকের জন্য নতুন একটি গান আসছে এটি নিশ্চিত। আর নতুন একটি সিনেমায় অভিনয়ের বিষয়ে কথা হচ্ছে। সেটাও মোটামুটি নিশ্চিত।’

এ সময় সবাইকে নতুন বছরের শুভেচ্ছাও জানান অভিনেত্রী। বলেন, ‘আমরা ভাগ্যবান আরও একটি নতুন বছর পেয়েছি। তবে দিনটি সবার জন্যই যেন আনন্দের হয় সেই কামনাই থাকবে।’

You might also like
Leave A Reply

Your email address will not be published.