বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘দেশী ফলে বেশী বল, ফল খেয়ে কথা বল’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হল ফল উৎসব।
সোমবার (১৭ জুলাই) ‘গ্রীন ক্যাম্পাস’ এর আয়োজিত এই ফল উৎসবকে ঘিরে উৎসবমুখর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
উৎসবের শুরুতে ঢাক, ঢোলসহ দেশি বাদ্যযন্ত্রের ছন্দের তালে, শোভাযাত্রা করা হয়। শিক্ষার্থীরা শোভাযাত্রায় নেচে গেয়ে অংশ নেন। এরপর নজরুল ভাস্কর্যে গিয়ে শোভাযাত্রা শেষ হয়। এরপর সেখানে গ্রীষ্মকালীন ফল পরিবেশন করে ফল উৎসবের আয়োজন করা হয়।
ফল উৎসবে আম, কাঁঠাল, লটকন, আমলকি, পেয়ারা, আনারস, করমচাসহ বেশকিছু প্রজাতির দেশীয় ফল স্থান পায়। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে ফল দিয়ে আপ্যায়ন করে গ্রীন ক্যাম্পাসের সদস্যরা।
ফল উৎসবের উদ্বোধন করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর। তিনি বলেন, “আমাদের ক্যাম্পাসটাকে সুন্দর মতো সাজাতে চাই। পরিকল্পনামতো সাজাতে চাই। সেলক্ষ্যে ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছি। ক্যাম্পাসে পরিকল্পিত বৃক্ষরোপণ করা হবে। আগামী সপ্তাহে এ সংক্রান্ত ঘোষণা আসবে।”
ক্যাম্পাসে অপরিকল্পিত, যত্রতত্র গাছ না লাগানোর পরামর্শ দিয়ে উপাচার্য বলেন, “বৃক্ষরোপণ করলেই হবে না। সবকিছুর পেছনে পরিকল্পনা থাকা দরকার। আমরা যে ফলদ, বনজ গাছগুলো লাগাচ্ছি সে গাছগুলোকে রক্ষা করার চ্যালেঞ্জটা সকলকে নিতে হবে। আমি আশা করব ছাত্রছাত্রীরা গাছগুলোকে পানি দেওয়া পরিচর্যা করাসহ সকল কাজে স্বেচ্ছাসেবীর ভূমিকা নেবেন।”
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ও প্রক্টর প্রফেসর ড. উজ্জ্বল কুমার প্রধান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মো. রিয়াদ হাসান, চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. তপন কুমার সরকার ও রেজিস্ট্রার (অ.দা.) প্রকৌশলী মো. হাফিজুর রহমান, বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ্য মাসুম হাওলাদার, গ্রীন ক্যাম্পাসের উপদেষ্টা সহযোগী অধ্যাপক দ্রাবির সৈকত।