বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ট্রেজারার (কোষাধ্যক্ষ) পদ নেই ১ বছর ধরে শূন্য পড়ে আছে। গত বছরের ২ জুলাই বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে প্রফেসর ড. জালাল উদ্দীন তার চার বছর মেয়াদ শেষ করেন। এরপর থেকে পদটিতে আর কেউ আসীন হয়নি।
বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী, ‘চ্যান্সেলর কর্তৃক নির্ধারিত শর্তে চার বছর মেয়াদের জন্য একজন ট্রেজারার বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পান।’ ট্রেজারার বিশ্ববিদ্যালয়ের পক্ষে অর্থ সংক্রান্ত সকল চুক্তিতে স্বাক্ষর করা, যেই খাতের জন্য অর্থ মঞ্জুর বা বরাদ্দ করা হয়েছে সেই খাতেই যেন তা ব্যয় হয় এটা দেখার জন্য দায়ী থাকাসহ বিভিন্ন দায়-দায়িত্ব পালন করেন৷
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, “ট্রেজারার নিয়োগ না হওয়ায় কাজে ব্যাঘাত না ঘটলেও কাজের চাপ বেড়েছে। দেখা যায় উপাচার্যকে বেশি ফাইল দেখা লাগছে ও সাইন করা লাগছে। সরকার চাইলে বিশ্ববিদ্যালয়ের মধ্যে থেকে নিয়োগ দিতে পারে। হয়তো এটা কেউ কেউ চায়, আগেও চেয়েছিলো।”
এ বিষয়ে ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রকৌশলী মো. হাফিজুর রহমান বলেন, “ট্রেজারার সরকার থেকে নিয়োগ হয়। ট্রেজারার নিয়োগ দেওয়া এখন সরকারের দায়িত্ব। তবে ট্রেজারার না থাকায় কোনো সমস্যা শুনতেছি না। সবকিছুতো ঠিকভাবেই চলছে।”