The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪

নজরুল বিশ্ববিদ্যালয়ে এলজিইউডি বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০২ এপ্রিল) সামাজিক বিজ্ঞান অনুষদের অষ্টম তলায় অনুষ্ঠানটির আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিভাগটির বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক জনাব রাকিবুল ইসলাম, সহকারী অধ্যাপক জনাব সাদিক হাসান শুভ ও সহকারী অধ্যাপক তানিয়া আফরিন তন্বীসহ শিক্ষার্থীরা।

বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক জনাব রাকিবুল ইসলাম বলেন, “স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগ প্রতিবছর ইফতার মাহফিলের আয়োজন করে। এটা যতটা ধর্মীয় গুরুত্বপূর্ণ ততটাও সামাজিকভাবেও গুরুত্বপূর্ণ। নানা ধর্ম, বর্ণের মানুষ, শিক্ষক-শিক্ষার্থীরা সবাই একসঙ্গে বসে ইফতার করছি। এটা আমাদের ঐক্য এবং সৌহার্দ্যতার প্রতীক। আমরা এটাকে লালন করছি। আমরা চাই সামনের বছরগুলোতেও একই রকমের আয়োজন করবো।”

You might also like
Leave A Reply

Your email address will not be published.