ধানের শীষ হতে সমাবেশ স্থলে উপস্থিত হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা
পূর্বঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অন্যান্য বিভাগীয় শহরের ধারাবাহীকতায় বিএনপির রংপুর বিভাগীয় গণসমাবেশ শুরু হবে আজ শনিবার দুপুর ২টায়। রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে বিভাগীয় সমাবেশ শুরু হতে যাচ্ছে। ইতোমধ্যে দলটি সব আয়োজন ও প্রস্তুতি শেষ করেছে।
আজ সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মিছিলসহ সভার মাঠে প্রবেশ করছেন। অটোরিকশা, ভ্যান, মোটরসাইকেল কিংবা পায়ে হেঁটে—যে যেভাবেই পাচ্ছেন সকাল থেকে ছুটছেন সমাবেশস্থলে। প্রায় সবার হাতেই শোভা পাচ্ছে বিএনপির প্রতীক ধানের শীষ।
চলছে হেমন্তকাল। সড়কের দুই ধারে বাতাসে দোল খাচ্ছে সোনালি ধানের শীষ। নেতাকর্মীরা মহাসড়ক কিংবা মেঠোপথেই হোক, আসার সময় ক্ষেত থেকে এই ধানের শীষ তুলে নিয়ে আসছেন। বিএনপির নেতাকর্মীদের মধ্যে হাশিচ্ছলে আলোচনা হচ্ছিলো, “হাতে হাতে যে পরিমান ধানের শীষ মাঠে এসেছে তা মাড়াই করলে কয়েক মণ ধান হবে।”
আরো পড়ুনঃ ঢাকা কলেজের স্নাতক ১ম বর্ষের ক্লাস শুরু হচ্ছে ৩১ অক্টোবর
বিএনপি নেতারা জানাচ্ছেন, সমাবেশে যোগ দিতে বৃহস্পতিবারই বিভাগের আট জেলার ৩০ ভাগ নেতাকর্মী রংপুরে এসেছেন। বাকিরা পৌঁছে গেছেন শুক্রবার রাতের মধ্যেই। রংপুর নগরীর ৩৩টি ওয়ার্ডসহ কাছাকাছি এলাকার নেতাকর্মীরা সকাল থেকে সমাবেশস্থলে আসতে শুরু করেছেন। সকাল ১১টায় দেখা যায়, পরিপূর্ণ হয়েছে সমাবেশের মাঠ।
খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নির্বাচনকালীন সরকার, জ্বালানিসহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি, পুলিশের গুলিতে নেতাকর্মী হত্যা, হামলা এবং মিথ্যা মামলার প্রতিবাদে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে হবে বিএনপির বিভাগীয় গণসমাবেশ। দুপুর ২টায় সমাবেশ শুরুর কথা রয়েছে।