বেরোবি প্রতিনিধি: বন্যা ও বাস্তুহারা মানুষের আর্তনাদ নিরসনে টেকসই সমাধান কল্পে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।
আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে শামসুর রহমান সুমন বলেন, আমরা চাই দ্রুত তিস্তা কমিশন গঠন করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হোক। আমাদের এ দাবি যদি বাস্তবায়ন না হয় আমরা কঠিন থেকে কঠিনতর আন্দোলনের ডাক দিব।
আরেক শিক্ষার্থী বলেন,”বারবার অবহেলিত আমাদের এই উত্তরবঙ্গ। আর অবহেলিত হতে চাই না।তাই এবার সময় এসেছে পরিবর্তনের।আমরা অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ করব বারবার বন্যাকবলিত হওয়া উত্তরবঙ্গ প্রতি নজর দিবেন। “