কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন কিংবা রানারআপ না হতে পারলেও প্রথম আফ্রিকান দেশ হিসেবে সেমিফাইনাল খেলে খেলে ইতোমধ্যে ইতিহাসের পাতায় নাম উঠেছে মরক্কো ফুটবল দলের। বিশ্বের বাঘা বাঘা দল গুলোকে পেছনে ফেলে চতুর্থ হয়ে দেশে ফিরে আসা দলকে দেওয়া হলো এক রাজকীয় সম্মাননা।
কাতার ভিত্তিক জনপ্রিয় সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, মরক্কোর স্থানীয় সময় মঙ্গলবার দেশটির ফুটবলারদের বহনকারী উড়োজাহাজটি রাজধানী রাবাতে অবতরণ করে।
দেশের মাটিতে পা রেখে যেন বিশ্বকাপে থেকে বিদায় নেওয়ার কষ্ট ভুলে যান হাকিমি- বোনোরা। বিমান থেকেই তাদের দেওয়া হয় রাজকীয় সংবর্ধনা। রাজধানী মরক্কোর রাজধানী রাবাতে ছাদখোলা বাস পান আশরাফ হাকিমিরা। আতশবাজি, ব্যানার-ফেস্টুন নিয়ে সেখানে আগেই উপস্থিত ছিলেন সমর্থকরা।
সদ্য সমাপ্ত বিশ্বকাপের গ্রুপপর্বে সেই সময় র্যাংকিংয়ে দ্বিতীয়তে থাকা দল বেলজিয়ামকে হারায় মরক্কো। শেষ ষোলোতে টাইব্রেকারে হারায় সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে। কোয়ার্টার ফাইনালে মরক্কোর শিকার ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। সেমিতেও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সকে নাড়িয়ে দিয়েছিল দলটি। যদিও শেষ পর্যন্ত হারাতে পারেনি।
এরপর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ক্রোয়েশিয়ার সঙ্গে লড়াই করে চতুর্থ হয় অ্যাটলাস লায়ন্সরা। এটিই বিশ্বকাপে তাদের ইতিহাসসেরা সাফল্য। দেশে ফিরে তাই রাজকীয় সংবর্ধনা পেলেন মরক্কোর ফুটবলাররা।
মঙ্গলবার বিমান থেকে নেমে রাজধানী রাবাতে ছাদখোলা বাস পান আশরাফ হাকিমিরা। আতশবাজি, ব্যানার-ফেস্টুন নিয়ে সেখানে আগেই উপস্থিত ছিলেন সমর্থকরা। তারা উষ্ণ সংবর্ধনায় সিক্ত করেন প্রিয় ফুটবলারদের। উৎসবের রং ছড়িয়ে পড়ে পুরো শহর জুড়ে। লাল বাস আর লাল জনসমুদ্রে সৃষ্টি হয় মনে রাখার মতো এক পরিবেশ।