জনশুমারি ও গৃহগণনা ২০২২- এ প্রায় ৮৬ হাজার (৮৫ হাজার ৯৫৭) জনের আংশিক তথ্য পাওয়া গেছে। তাদের লিঙ্গসহ অন্যান্য ব্যক্তিগত তথ্য পাওয়া যায়নি। এসব জনগোষ্ঠী পুরুষ নাকি নারী নাকি তৃতীয় লিঙ্গের সে বিষয়ে কোনো কিছুই শনাক্ত করতে পারেনি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
রোববার (৯ এপ্রিল) দুপুর ২টায় এনইসি সম্মেলন কক্ষে (পরিকল্পনা কমিশন চত্বর, শেরেবাংলা নগর) বিবিএস আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, শুমারির সময়ে দেশে পুরুষের সংখ্যা ছিল ৮ কোটি ১৭ লাখ ১২ হাজার ৮২৪ জন। নারীর সংখ্যা ৮ কোটি ৩৩ লাখ ৪৭ হাজার ২০৬ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী ১২ হাজার ৬২৯ জন।
বিবিএস মহাপরিচালক মো. মতিয়ার রহমান বলেন, আমরা জনশুমারিতে নারী, পুরুষ ও তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর সংখ্যা বের করেছি। কিন্তু প্রায় ৮৬ হাজার জনের কোনো লিঙ্গভিত্তিক পরিচয় পাইনি। ফলে এদের ব্যালান্স পপুলেশন হিসেবে সমন্বয় করেছি।