শিরোনাম দেখে চমকে উঠেছেন নিশ্চয়, ওঠারই কথা। কথা সত্য! টাইগার পেসার ক্যারিয়ারের যে ১১টা টেস্ট ম্যাচ খেলেছেন, তার সবকটিই বিদেশের মাটিতে। আজই প্রথমবারের মতো দেশের মাটিতে খেলতে নামছেন তাসকিন।
আজ বৃহস্পতিবার ভারতের বিপক্ষে সিরিজের শেষ টেস্ট ম্যাচ দিয়ে দেশের মাটিতে অভিষেক হলো তাসকিন আহমেদের। এর আগে ২০১৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে বেসিন রিজার্ভে টেস্ট অভিষেক হয়েছিল তাসকিনের। তবে কখনো দেশের মাটিতে সাদা পোশাকে বল করেননি তাসকিন।
অবশেষে তাসকিনের সেই আক্ষেপের অবসান হলো আজ ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের এই শেষ ম্যাচ দিয়ে।
তাসকিন আহমেদ এখনো পর্যন্ত আন্তর্জাতিক ক্যারিয়ারে ১১ টেস্ট ম্যাচ খেলে নিয়েছেন ২৫ উইকেট, গড় ৫৫.৯২ ইকোনমি ৩.৬৯। এর মধ্যে দুইবার শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়ের বিপক্ষে নিয়েছেন পাঁচ উইকেট করে।