ডেস্ক রিপোর্ট: বরগুনায় দেশীয় অস্ত্র হাতে উত্তেজিত অবস্থায় প্রতিপক্ষের ওপর ধাবিত হওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে। তবে ভিডিওটি দেখে একাধিক ব্যক্তিবর্গ ঘটনাস্থলটি বরগুনা পৌর শহরের সাহা পট্টি এলাকায় কিবরিয়ার নিজ বাসভবন বলে ধারণা করছেন।
শুক্রবার (২০ ডিসেম্বর) রাত থেকে সামজিক যোগাযোগ মাধ্যমে শ্রমিক লীগ নেতার ভিডিওটি ছড়িয়ে পড়ে। শ্রমিক লীগ নেতা গোলাম কিবরিয়া বরগুনা জেলা শ্রমিক লীগের সহ সভাপতি ও সদর উপজেলার ৩ নম্বর ফুলঝুড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।
১৭ সেকেন্ডের ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, কোনো একটা বিষয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে ধারাল দেশীয় অস্ত্র (চাকু) হাতে শ্রমিক লীগ নেতা গোলাম কিবরিয়া প্রতিপক্ষের ওপর চড়াও হয়ে ধাবিত হয়ে পড়েন। এসময় ঘটনাস্থলে উপস্থিত লোকজন কিবরিয়াকে বাধা দিয়ে শান্ত করার চেষ্টা করে পরিবেশ নিয়ন্ত্রণ করেন। ভিডিওতে ঘটনার সময় কাউকে হতাহত হতে দেখা যায়নি।
বরগুনা সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. তালিমুল ইসলাম পলাশ বলেন, আওয়ামী লীগ সরকার দেশ ছেড়ে পালালেও তার দোসররা পালায়নি। তারা এভাবেই সমাজে প্রভাব খাটিয়ে চলছে। তবে ভিডিওটি দেখে অন্তত প্রশাসনকে আইনি ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ করছি।
বরগুনা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল হালিম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের হয়নি। ভুক্তভোগীরা ঘটনার বিষয়ে অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।