সাকিবুল ইসলাম, জবি প্রতিনিধি: জবিস্থ দেবিদ্বার উপজেলা ছাত্র কল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী মো: তানজিলুর রহমান খাঁন ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এ্যাকাইন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী মোঃ সোলেমান হোসেন।
বৃহস্পতিবার (২২ জুন) রাতে দেবিদ্বার উপজেলা ছাত্র কল্যাণ পরিষদের উপদেষ্টামন্ডলী এ কমিটি ঘোষণা করে।
এছাড়া, কমিটির সহ-সভাপতি খায়ের মুন্সি, যুগ্ম সাধারণ সম্পাদক সাঈমা আক্তার এবং সাংগঠনিক সম্পাদক মোঃ হৃদয়।
কমিটির নব-নির্বাচিত সভাপতি তানজিলুর রহমান খাঁন বলেন, কুমিল্লার দেবিদ্বার উপজেলা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করতে আসা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে আমাদের এ সংগঠন। এছাড়াও শিক্ষার্থীদের যে কোন সমস্যায় আমরা ঐক্যবদ্ধ পাশে থাকতে চাই।
কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ সোলেমান হোসেন বলেন, শিক্ষার্থীদের স্বার্থেই হবে আমাদের কার্যক্রম। আমরা দেবিদ্বারের শিক্ষার্থীদের সকল বিপদ-আপদে পাশে থাকার চেষ্টা করবো।