The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শনিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৫

দুর্নীতি নির্মূল করে এলাকায় উন্নয়নমূলক কাজ করতে হবে: মন্ত্রিপরিষদ সচিব

তাজুল হাসান সাদ: মন্ত্রিপরিষদের সচিব ড. মোঃ আব্দুর রশিদ বলেছেন, জনগণের টাকায় উন্নয়নমূলক সকল প্রকল্পে দুর্নীতির লাগাম টেনে নির্মূল করে এলাকার উন্নয়নে কাজ করতে হবে । কোন রাস্তার জন্য বরাদ্দের টাকা ২০-৩০% কাজ হয় না আর এই ভাবেই সরকারি অর্থ কাজ না করেই লোপাট হয় । এখানে অনেক জন প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি আছে এই সমস্ত দুর্নীতি রোদে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে ।

কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার( ১ ফেব্রুয়ারি) বেলা ১১ টার সময় কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের চকদড়ি খড়িতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে যাকাত ফাউন্ডেশনের অর্থায়নে সুপেয় পানির প্রকল্প উদ্বোধন ও স্থানীয় প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিবর্গ ,জনপ্রতিনিধি এবং সুধী সমাবেশে মতবিনিয়ে সভায় প্রধান অতিথি হিসেবে মন্ত্রিপরিষদ সচিব ডক্টর আব্দুর রশিদ এ কথা বলেন ।

তিনি আরো বলেন, সম্মিলিত প্রচেষ্টা ,প্রতিরোধ ছাড়া দুর্নীতি রোধ করা সম্ভব না। এই সমস্ত দুর্নীতির কারণে দেশের অনেক মেগা প্রকল্পের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে । আমার বাবা আমার কাছে পীরের মতন হলেও আমার সন্তানের কাছে কিছু না ।এ কারণে আমার জন্মস্থান এই খড়িতলা গ্রামে আমার নিজস্ব জায়গায় সবার জন্য একটি কবরস্থান এবং যাকাত ফাউন্ডেশন এর অর্থায়নে সুপেয় পানির প্রকল্প উদ্বোধন ছাড়াও এলাকার সাধারণ মানুষের চিকিৎসা সেবার জন্য একটি কমিউনিটি চিকিৎসা সেবা কেন্দ্র তৈরি করে দিয়েছি। যেখানে প্রতিদিন এই যাকাত ফাউন্ডেশনের নিজস্ব ডাক্তারদের তত্ত্বাবধানে মানুষ সেবা নিতে পারবে। এখন সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য বলেন বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে সাতক্ষীরার ৫ টি আসনের পরিবর্তে ৪ টি আসনে ভাগ করে কালিগঞ্জ – শ্যামনগরকে দ্বি-খন্ডিত করায় কালিগঞ্জে কোন উন্নয়ন হয়নি। অচিরেই ৫ টি আসন পূনঃপ্রতিষ্ঠা লাভ করার দাবি জানান । এছাড়াও বক্তারা বলেন পর্যটন কেন্দ্র সুন্দরবন ম্যানগ্রোভে পর্যটন শিল্প হিসাবে গড়ে তুলতে হলে প্রথমে শ্যামনগর ,কালিগঞ্জ ,সাতক্ষীরা মহাসড়কে দ্রুত কাজ করে চলাচলের উপযোগী করে তুলতে হবে। এছাড়াও মুন্সিগঞ্জ থেকে নাভারন পর্যন্ত রেললাইন স্থাপনের দাবি জানানো হয় ।

এলাকার মানুষের কর্মসংস্থানের জন্য বসন্তপুর নৌবন্দর পূণঃ স্থাপনের দাবি জানানো হয় । উপজেলার লবণাক্ত ১২টি ইউনিয়নে সুপেয় পানির প্রকল্প নিয়ে এলাকার মানুষের পানির সমস্যা সমাধানের দাবি জানানো হয় ।

অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, আমি মন্ত্রী পরিষদ সচিব ড. আব্দুর রশিদ স্যারের অনুকরণে নিজেকে গড়ে তুলতে চাই ।সাতক্ষীরা তথা প্রতিটি উপজেলায় দুর্নীতি রোধ করার জন্য প্রত্যেককে এগিয়ে আসতে হবে । শুধুমাত্র প্রশাসন দিয়ে দুর্নীতি ,মাদক ,জুয়া ,চোরাচালান ,ঘুষ বন্ধ করা যাবে না । নিজ নিজ জায়গা থেকে প্রত্যেককেই প্রতিরোধের এবং প্রতিবাদের মাধ্যমে সমাজ থেকে এই ঘৃণিত কাজ দূর করতে হবে । প্রতিটি পাড়া মহল্লায় কোন মাদক ব্যবসায়ী চোরাচালানী থাকলে তাকে ধরে আইনি সোপর্দ করতে হবে। প্রতিটি অফিসে ঘুষ, দুর্নীতি বন্ধ করার জন্য জনগণকে এগিয়ে আসতে হবে ।

তিনি আরও বলেন, তাহলে আমাদের সব ক্ষেত্র দুর্নীতি মুক্ত হবে ।এজন্য সবাইকে সম্মিলিত ভাবে সকল রাজনৈতিক দল সহ জনগণ মিলে কাজ করতে হবে। আমাদের দেশে বর্তমান যে অবস্থা তাতে একজন এম,পি হলে জনগণ বলে দুর্নীতিবাজ আর একজন চেয়ারম্যান হলে জনগণ বলে চাল ,গম চোর ।আমাদের এ থেকে বেরিয়ে নিজেদেরকে পরিবর্তন করতে হবে। আর এই পরিবর্তন ডিসি ,এসপি, উপজেলা নির্বাহী কর্মকর্তা,ওসি , এসিল্যান্ডের পক্ষে একা করা সম্ভব না । সম্মিলিত প্রচেষ্টা থাকতে হবে।

অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনের (ভূমি) অমিত কুমার বিশ্বাসের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা পুলিশ সুপার মনিরুল ইসলাম, শ্যামনগর উপজেলা জামায়াতের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ,শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সাতক্ষীরা জজ কোর্টের পিপি ও কালিগঞ্জ থানা বিএনপি সাবেক সভাপতি এডভোকেট আব্দুস সাত্তার ,এলাকাবাসীর পক্ষে শিক্ষক মিলন হোসেন, কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব ডাঃ শফিকুল ইসলাম বাবু ,অপর অংশের সদস্য সচিব ও বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ,ছাত্র সমন্বয়ক রাকিবুল ইসলাম প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী গণ সহ উপজেলার ১২ টি ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ ছাড়াও এলাকার শিক্ষক ,সুধী ,সাংবাদিক সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি দুস্থদের মাঝে কম্বল এবং পানির ট্যাংক বিতরণ করেন তিনি।

You might also like
Leave A Reply

Your email address will not be published.