The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫

দুদক মহাপরিচালক পদে পদোন্নতি পেলেন আবদুল্লাহ্-আল্-জাহিদ

ডেস্ক রিপোর্ট: দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক পদে পদোন্নতি পেয়েছেন আবদুল্লাহ্-আল্-জাহিদ।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুদক প্রশাসন ও মানবসম্পদ পরিচালক দাউদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, দুর্নীতি দমন কমিশনের পরিচালক জনাব আবদুল্লাহ্-আল্-জাহিদকে ‘জাতীয় বেতন স্কেল, ২০১৫’-এর ৩য় গ্রেডে ‘মহাপরিচালক’ পদে পদোন্নতি প্রদান করা হলো।

এতে আরও বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আবদুল্লাহ্-আল্-জাহিদ ঢাকার গভর্ণমেন্ট ল্যাবরেটরি স্কুল থেকে কৃতিত্বের সাথে এসএসসি এবং ঢাকা কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতিতে অনার্স এবং মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। এছাড়াও তিনি আইন শাস্ত্রে এলএলবি এবং ব্যবসায় প্রশাসনে এমবিএ ডিগ্রী অর্জন করেন।

দুর্নীতি প্রতিরোধ বিষয়ে তিনি থাইল্যান্ডের এআইটি এবং মানিলন্ডারিং প্রতিরোধ বিষয়ে মালয়েশিয়া হতে কোর্স সম্পন্ন করেন। এছাড়াও তিনি চীন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এবং আমেরিকার আটলান্টায় বিভিন্ন ওয়ার্কশপে অংশগ্রহণ করেন।

ব্যক্তিজীবন তিনি বিবাহিত। তার সহধর্মিণী বিসিএস স্বাস্থ্য ক্যাডারের একজন কর্মকর্তা এবং প্রখ্যাত গাইনোকলজিস্ট।

You might also like
Leave A Reply

Your email address will not be published.