নতুন মন্ত্রিসভায় দায়িত্ব পাওয়া পররাষ্ট্রমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে পত্রিকায় দেওয়া বিজ্ঞাপনের খরচ কোন খাত থেকে করা হয়েছে তা জানতে চায় বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন (ইউজিসি)। তারই প্রেক্ষিতে পত্রিকায় দেওয়া বিজ্ঞাপনের খরচ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বহন করবেন বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে— বিজ্ঞাপনে দেওয়া ব্যয়ের সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোনোরূপ আর্থিক সংশ্লিষ্টতা নেই। বর্ণিত বিষয়ে কোনো অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হলো।
এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলকে শুভেচ্ছা জানিয়ে পত্রিকায় বিজ্ঞাপন দেন উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।
পরে বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে দেওয়া এক চিঠিতে বিজ্ঞাপন দিয়ে শুভেচ্ছা জানানোর ব্যয় কোন খাত থেকে করা হচ্ছে মর্মে ব্যাখ্যা চেয়েছিল বিশ্ববিদ্যালয়ে মুঞ্জরি কমিশন (ইউজিসি)।