The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

দিনমজুরের বাড়িতে নেই বিদ‍্যুৎ সংযোগ, তবুও বকেয়া পরিশোধের নোটিশ

পল্লী বিদ্যুতের গ্রাহক না হলেও এক দিনমজুরের নামে ছয় মাসের বকেয়া বিল দেখিয়ে তা পরিশোধের নোটিশ দিয়েছে কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির ভূরুঙ্গামারী জোনাল অফিস।

শুধু নোটিশ নয়, অতিসত্ত্বর বিল পরিশোধ না করলে ওই দিনমজুরের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে।

গ্রাহক না হয়েও একই রকম নোটিশ পেয়েছেন আরও কয়েকজন। পল্লী বিদ্যুতের এমন কাণ্ডে বিপাকে পড়েছেন ভুক্তভোগীরা।

জানা যায়, কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের পাইকেরছড়া গ্রামের সিরাজুল হকের ছেলে হবির আলী। পেশায় তিনি একজন দিনমজুর। বাড়িতে তার নামে কোনো বিদ্যুৎ সংযোগ বা মিটার না থাকলেও হবির আলীর নামে ছয় মাসের বকেয়া বাবদ ১ হাজার ৯৫১ টাকা দেখিয়ে তা পরিশোধের নোটিশ দিয়েছে পল্লী বিদ্যুতের ভূরুঙ্গামারী জোনাল অফিস।

হবির আলী বলেন, আমার নামে কোনো মিটার নেই। তবুও বকেয়া বিল দিয়ে তা পরিশোধের নোটিশ দিয়েছে বিদ‍্যুৎ অফিস। আমি বিদ‍্যুৎ অফিসে গিয়েছিলাম, কিন্তু কোনো সমাধান হয়নি।

একই এলাকার খোকন মিয়া নামে অপর এক ব‍্যক্তির নামে কোনো বিদ‍্যুৎ সংযোগ না থাকলেও গ্রাহকের সংযোগ হিসাব ৯৯৭/১৬৬০ দেখিয়ে ৮ হাজার ৮৪৬ টাকা বকেয়া দেখানো হয়েছে।

গ্রাহকদের দেওয়া নোটিশের কপিতে বলা হয়েছে, রেকর্ডপত্র অনুযায়ী ২০২১ সালের ৯ অক্টোবর বকেয়ার কারণে সংযোগটি বিচ্ছিন্ন করা হয়েছে। এমতাবস্থায় অত্র নোটিশ প্রাপ্তির পর অতি সত্ত্বর বকেয়া পরিশোধ ও পুনরায় সংযোগ গ্রহণ করার জন্য বলা হলো। অন্যথায় উক্ত বকেয়া আদায়ের জন্য বিদ্যুৎ আইন ও পিডিআর অ্যাক্ট অনুযায়ী কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মামলা করার জন্য এই নোটিশের অনুলিপি দেওয়া হয়েছে।

পল্লী বিদ্যুতের ভূরুঙ্গামারী জোনাল অফিসের ডিজিএম মিজানুর রহমান বলেন, ওই ব্যক্তিরা আমার কাছে এসেছিলেন। আমি বিষয়টি বিলিং সহকারীকে যাচাই করতে বলেছি। নোটিশপ্রাপ্ত ব্যক্তিদের নামে যদি সংযোগ না থেকে থাকে তাহলে এমন নোটিশ জারিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.