ডেস্ক রিপোর্ট: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের একান্ত সচিব (পিএস) মোহাম্মদ মোজাম্মেল হকের কাছে স্মারকলিপি দিয়ে অবস্থান কর্মসূচি তুলে নিয়েছে ইনকিলাব মঞ্চ। এ সময় তারা দাবি আদায়ে সরকারকে ৭ দিন সময় দিয়েছেন। এর মধ্যে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে আগামী ২৯ ডিসেম্বর সচিবালয় ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালনেরও হুঁশিয়ারি দিয়েছে প্ল্যাটফর্মটি।
আজ রবিবার (২২ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে নতুন এ কর্মসূচি ঘোষণা করে কাকরাইল মসজিদ মোড় থেকে অবস্থান তুলে নেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।
এর আগে রবিবার দুপুরে জুলাই-আগস্ট বিপ্লবে অংশগ্রহণ করা ছাত্র-জনতার জীবনের নিরাপত্তা নিশ্চিতসহ তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় সামনে যেতে চেয়েছিলেন ইনকিলাব মঞ্চের নেতারা। পুলিশের বাধার মুখে সোয়া ১টার দিকে অবস্থান কর্মসূচির অংশ হিসেবে প্রধান বিচারপতির বাসভবনে সামনে বসে পড়েন সংগঠনটির নেতারা।
ইনকিলাব মঞ্চের ৩ দাবি হলো:
১. আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা।
২. গুপ্তহত্যা থেকে বিপ্লবীদের বাঁচাতে সব স্তরের আওয়ামী লীগের কমিটিতে থাকাদের গ্রেপ্তার করা।
৩. প্রাইভেট বিশ্ববিদ্যালয়সহ জুলাই বিপ্লবের সব যোদ্ধাকে জীবনের নিরাপত্তা দেওয়া।