ব্রাজিল সমর্থকদের অপেক্ষার পালা শেষ হতে চলেছে আজ। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে মাঠে ফিরছেন নেইমার। সার্বিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে চোট পেয়েছিলেন। খেলতে পারেননি গ্রুপ পর্বে সুইজারল্যান্ড ও ক্যামেরুনের বিপক্ষে শেষ দুটি ম্যাচ। ব্রাজিল শিবিরে আশা ছিল নেইমার নক আউট পর্বেই ফিরবেন। আজ ম্যাচ–পূর্ব সংবাদ সম্মেলনে নেইমারের ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাজিল কোচ তিতে।
সোমবার দিবাগত রাতে (৫ ডিসেম্বর) স্টেডিয়াম নাইন সেভেন ফোর-এ ম্যাচ শুরু রাত ১টায়। আজকের ম্যাচ নিয়ে এটি ব্রাজিল-দক্ষিণ কোরিয়ার অষ্টম সাক্ষাৎ এটি।
ব্রাজিল-দক্ষিণ কোরিয়া সর্বপ্রথম ১৯৯৫ সালে মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে ব্রাজিল ১-০ গোলে জিতেছিলো। সবশেষ ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছিল তিতের শিষ্যরা।
যদিও বিশ্বকাপের মঞ্চে এখনও ব্রাজিল-দক্ষিণ কোরিয়ার কোনো ম্যাচ হয়নি, দুই দলের খেলা ৭টির ৬টিই ছিল প্রীতি ম্যাচ। এর মধ্যে শেষ চার দেখায়ই ব্রাজিলের কাছে একাধিক গোলে হেরেছে কোরিয়া। সব মিলিয়ে ৭ ম্যাচে দক্ষিণ কোরিয়ার ৫ গোলের বিপরীতে ব্রাজিল দিয়েছে ১৬ গোল।
ব্রাজিলের বিপক্ষে দক্ষিণ কোরিয়া যে ম্যাচটায় জিতেছিল, তার স্কোরলাইন ১-০।
সবশেষ গত জুনে দক্ষিণ কোরিয়াকে ৫-১ গোলে বিধ্বস্ত করে তিতের তিতের শিষ্যরা। ওই ম্যাচে জোড়া গোল করেন নেইমার।