দক্ষিণ কোরিয়ায় বন্ধুদের সঙ্গে সাগরে গোসল করতে নেমে পানিতে তলিয়ে সাকিবুর রহমান সঞ্জিব (২৪) ও সৈকত হাসান শান্ত (২৩) নামের বাংলাদেশি দুই যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (১৬ সেপ্টেম্বর) দক্ষিণ কোরিয়ার বুসান শহরের সাগরে পানিতে ডুবে মারা যান তারা।
নিহত সাকিবুর রহমানের বাড়ি নরসিংদী জেলার বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়ন দড়িকান্দি গ্রামে। সঞ্জিব মো. মুজিবুর রহমানের দ্বিতীয় ছেলে।
নিহত সাকিবুর রহমানের চাচা আতিকুর রহমান জীবন জানান, সোমবার রাতে তারা জানতে পারেন সাকিবুর রহমান সঞ্জিব বন্ধুদের সঙ্গে সাগরে গোসল করতে নেমে হঠাৎ করে স্রোতের সঙ্গে তলিয়ে যায়। পরে সেখানকার উদ্ধারকর্মীরা মরদেহ উদ্ধার করে।
নিহতের ভাগিনা কামরান হোসাইন শান্ত জানান, সরকারি ছুটি থাকায় তারা কয়েকজন মিলে সাগরে গোসল করতে নামে। আমার মামাসহ আরো কয়েকজন সাঁতার কাটতে কাটতে সমুদ্রের গভীরে চলে গেলে ঢেউয়ের স্রোতে তলিয়ে যান। তার সঙ্গে থাকা অন্যরা তীরে আসলেও তারা দুজন আসতে পারেনি।
তাদের লাশ বর্তমানে সেখানে একটি হাসপাতালে রাখা আছে। লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে।